ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ০৩:৫২, ১৫ অক্টোবর ২০১৯

বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে নগরীসহ জেলার দশটি উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি, জারি গান, আলোচনাসভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, সেভ দ্যা চ্রিলড্রেন, ইউনেসেফ, সেন্ট বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক ও আভাসের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে। নগরীতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল সার্কেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, বরিশাল ইউনেসেফ বিভাগীয় প্রধান এইচএম তৌফিক এলাহী প্রমুখ। সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং হাত ধোয়ার মাধ্যমে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেন।
×