ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পল্লী বিদ্যুতের দালালীর টাকা ফেরত দিলেন প্রতারক

প্রকাশিত: ০৪:৫২, ১৫ অক্টোবর ২০১৯

পল্লী বিদ্যুতের দালালীর টাকা ফেরত দিলেন প্রতারক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে সহজ-সরল মানুষদের কাছ থেকে প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়া ১ লাখ ১৯ হাজার টাকা জনসম্মুখে ফেরত দিয়েছেন মোস্তাক হোসেন গোলাপ নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম বাজারে স্থানীয় প্রশাসন এবং পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এ টাকা ফেরত দেন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন: উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, ইউএনও জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ জিয়াউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ, মনির হোসেন (কারিগরি), সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আনিছুল হক প্রমূখ। জানা গেছে, বাউসাম গ্রামের মোস্তাক হোসেন গোলাপ পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে ওই টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তাকে জরিমানা করা হয়। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, বিদ্যুত সংযোগ পেতে দালাল লাগে না। ৪৫০ টাকায় একজন গ্রাহক বিদ্যুত সংযোগ পেতে পারেন।
×