ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায় আসছেন কাল

প্রকাশিত: ০৬:২৫, ১৫ অক্টোবর ২০১৯

ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায় আসছেন কাল

স্পোর্টস রিপোর্টার ॥ কাল বুধবার রাতে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা সফরে ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। ফিফা সভাপতির সফর সঙ্গী হিসেবে ফিফা চারজন কর্মকর্তাও ঢাকায় আসবেন। তারা হলেন : মাট্টিয়াস গ্রাফস্টর্ম (ডেপুট সেক্রেটারি জেনারেল), ওনোফ্রে কস্টা (চীফ অব কম্যুনেকেশন্স), সঞ্জিবান বালাসিংগাম (ডিরেক্টর অব মেম্বার এ্যাসোসিয়েশন এশিয়া এ্যান্ড ওশানিয়া) এবং ফেদেরিকো রাভিগ্লিওনে (প্রেসিডেন্টস’ অফিস ম্যানেজার)। ফিফা সভাপতি এখন এশিয়ার বিভিন্ন দেশে সফর করছেন। বুধবার তিনি মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে আসবেন। পরদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। ফিফা সভাপতি ওই দিনই দুপুরের পর লাওসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ফিফা সভাপতির আগমন উপলক্ষ্যে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন পরিস্কার-পরিচ্ছন্ন করে তোলা হচ্ছে। ভবনটি সাদা রঙে সাজানো হচ্ছে। নীচতলা থেকে চারতলা পর্যন্ত ঝাড়-মোছ করা হচ্ছে। এমনকি বাফুফে ভবনের বাইরের গলির রাস্তায় যেসব অবৈধ টি-স্টলগুলো ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ঢাকায় অবস্থানকালে ফিফা প্রেসিডেন্টের সূচি এখনও নির্ধারণ করেনি বাফুফে। জানা গেছে ইনফানতিনো নিজেই জানাবেন ঢাকায় একদিনের সফরে তিনি কি করবেন। বাংলাদেশে এ নিয়ে ফিফা সভাপতিদের চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে জোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্ল্যাটার দুই মেয়াদে এসেছিলেন, ২০০৬ ও ২০১২ সালে। ইনফানতিনো আসছেন চতুর্থবার ফিফা সভাপতি হিসেবে ও তৃতীয় ব্যক্তি হিসেবে।
×