ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৬:২৫, ১৫ অক্টোবর ২০১৯

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়াটেক লিমিটেডর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় দাবা প্রতিযোগিতার খেলা বুধবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া কক্ষে শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে এ আসরের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন। গতবারের জাতীয় ‘এ’ দাবার ১৫তম হতে ২৬তম স্থান প্রাপ্ত, ঢাকা মহানগরীর বাছাইকৃত ১৬ জন, বিভিন্ন বিভাগ, জেলা, বিশ^বিদ্যালয়, বাহিনী ও সংস্থা থেকে বাছাইকৃত খেলোয়াড়, জাতীয় জুনিয়র ও বালিকা, জাতীয় সাব-জুনিয়র ও বালিকা চ্যাম্পিয়নরা এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। এ চ্যাম্পিয়নশিপের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থানের ১০ খেলোয়াড় ৪৫তম এই আসরের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
×