ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

প্রকাশিত: ০৬:৫৬, ১৫ অক্টোবর ২০১৯

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা পি,এ.বি সড়কে সিএনজি অটোরিক্সা ও কভারভ্যান সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মা -মেয়েসহ আহত হয়েছেন চারজন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পটিয়া উপজেলার সুভাশ কান্তি (৪৫), ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার পূর্ব বড়ইতলী গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের পুত্র মোহাম্মদ ইসরাফিল (২৭)। আহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র কাউছার আলম (৩৫), পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুন (৪৫) মেয়ে রিনা আকতার (২৪) ও বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর পাড়া গ্রামের মনাজী পুকুর পাড় এলাকার সি.এন.জি টেক্সি চালক মোহাম্মদ জাহেদ (২৮)। স্থানীয়রা জানায়, পি.এবি. সড়কের আনোয়ারা উপজেলার শোলকাটা চেয়ারম্যান ঘাটা এলাকায় মঙ্গলবার সকালে বাঁশখালী থেকে দ্রুতগামী একটি কভারভ্যান (যাহার নং-ঢাকা মেট্রো-ড-১৪-১৫১৮) শহরে যাচ্ছিল। কভারভ্যানটি ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছালে নম্বারবিহীন শহর থেকে বাঁশখালীগামী দুইটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে চমেক ও উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের মৃতদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ২ জন। আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া কভারভ্যান ও সিএনজি অটোরিক্সা থানা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।
×