ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই মাস সময় চায় ভোক্তা অধিদফতর

প্রকাশিত: ০৮:০৫, ১৫ অক্টোবর ২০১৯

দুই মাস সময় চায় ভোক্তা অধিদফতর

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যপণ্যসহ অন্য পণ্যের মানের বিষয়ে ভোক্তাদের সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সেবা দিতে হটলাইন চালুর বিষয়ে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তারা হটলাইন চালুর জন্য দুই মাস সময় চেয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে ১৭ ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছে। অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, হট লাইন চালুর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেয়ে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন আইন অনুযায়ী দরপত্র প্রক্রিয়ার কাজ শেষ করে হটলাইন স্থাপন ও চালু করা হবে। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং আদেশের জন্য ১৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত।হটলাইন চালুর অগ্রগতি প্রতিবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি।
×