ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঠোর নিরাপত্তায় পাকিস্তান সফরে উইলিয়াম ও কেট

প্রকাশিত: ০৮:৫৩, ১৬ অক্টোবর ২০১৯

কঠোর নিরাপত্তায় পাকিস্তান সফরে উইলিয়াম ও কেট

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডল্টন সোমবার ইসলামাবাদ পৌঁছানোর মাধ্যমে তাদের পাঁচ দিনের পাকিস্তান সফর শুরু করেছেন। এ সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জিং বিষয়গুলো গুরুত্ব পাবে। রয়টার্স। বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং দেশটিতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার থমাস ড্রিই ও দুই শিশু তাদের স্বাগত জানান। শিশু দুটি তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় কেটের পরনে ছিল লম্বা ফ্যাকাশে নীল স্যালোয়ার কামিজ। ফ্যাশন ইন্ডাস্ট্রির লোকজনসহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা প্রকাশ করেছেন তিনি তার পুরো সফরের সময় এ পোশাকই পরিধান করবেন। উইলিয়ামের পরনে ছিল নেভি স্যুটের সঙ্গে নীল টাই। কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এ সফরকে নিরাপত্তাজনিত কারণে সবচেয়ে জটিল হিসেবে বর্ণনা করা হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা পাকিস্তান সফরে গেলেন। কঠোর নিরাপত্তাজনিত কারণে তাদের সফরের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে তাদের এ সফরে শিক্ষায় প্রবেশ, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তার বিষয় গুরুত্ব পাবে। ব্রিটিশ হাইকমিশনার তাদের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা পাতাবহুল শহর ইসলামাবাদ, জাঁকজমকপূর্ণ শহর লাহোর ও পর্বতময় সীমান্ত অঞ্চলের সৌন্দর্যের স্বাদ নিতে আগ্রহী।’ তিনি আরও বলেন, তারা পাকিস্তানের জনগণের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব স্থাপনের প্রত্যাশা করছেন। আমি জানি তারা উষ্ণ অভ্যর্থনা পাবেন।’ ১৯৬১ সালে উইলিয়ামের দাদি রানী এলিজাবেথের পাকিস্তান সফরসহ ঐতিহাসিক রাজকীয় সফরের ফুটেজগুলো প্রচার করায় সোমবার দেশটিতে শোরগোল পড়ে যায়। লাহোর ও রাওয়ালপি-ির কিছু রিক্সাচালক তাদের যানগুলো পাকিস্তান ও ব্রিটিশ পতাকায় সাজিয়েছেন। বৈদেশিক নীতি বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলেছেন, এই সফর উভয় দেশের কূটনৈতিক উদ্দেশ্য অর্জনে সহায়তা করতে পারে। এই সফর এমন সময় হচ্ছে যখন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ব্রিটেন বৈদেশিক সম্পর্ক পুনর্জীবিত করতে কাজ করছে। একই সঙ্গে পাকিস্তানও পর্যটন ও বিনিয়োগ বাড়াতে তার বৈশ্বিক ভাবমূর্তি মেরামতে কাজ করছে।
×