ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদির সঙ্গে রাশিয়ার ২০ চুক্তি সই

প্রকাশিত: ০৮:৫৫, ১৬ অক্টোবর ২০১৯

সৌদির সঙ্গে রাশিয়ার ২০ চুক্তি সই

মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে নতুন ২০টি চুক্তি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সৌদি বাদশাহ সালমানের বৈঠক শেষে দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন। আরব নিউজ। বৈঠকে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জ্বালানি শিল্প, মহাকাশ ও স্যাটেলাইট, বিচার বিভাগ, স্বাস্থ্যসেবা, পর্যটন, রাজস্ব প্রশাসন, সংস্কৃতি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ ২০টি চুক্তি করে দুই দেশ। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেন, এ চুক্তির পর সৌদি-রাশিয়া উন্নয়নের নতুন ধাপে এগিয়ে যাবে। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতায় সৌদি আরবের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পুতিন। ২০১২ সালের পর এটিই তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে পুতিন বলেন, আমি নিশ্চিত যে, সৌদি আরবের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব নয়। ফোন বন্ধ থাকলেও বিল থেকে রেহাই নেই কাশ্মীরীদের টানা ৭২ দিন পর কাশ্মীরে আবারও চালু হয়েছে মোবাইল ফোনের পোস্টপেইড সেবা। সোমবার দুপুর থেকে অবাধে ইনকামিং শুরু হলেও কল করতে গিয়ে ঝামেলায় পড়েছেন অনেকেই। এনডিটিভি। প্রায় আড়াই মাস ফোন বন্ধ থাকায় বিল পরিশোধ করেননি অনেকেই। এ কারণে বন্ধ হয়ে গেছে তাদের আউটগোয়িং সেবা। এখন বন্ধ থাকাকালীন বিল পরিশোধের পরেই ফের কল করতে পারবেন ব্যবহারকারীরা। তবে, সেদিকেও রয়েছে আরেক বাধা। ইন্টারনেট সেবা এখনও চালু না হওয়ায় অনলাইনে বিল পরিশোধ করতে পারছেন না কাশ্মীরীরা।
×