ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জনপ্রিয়তা কমেছে জেসিন্ডার

প্রকাশিত: ০৮:৫৬, ১৬ অক্টোবর ২০১৯

জনপ্রিয়তা কমেছে জেসিন্ডার

নিউজিল্যান্ডে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের জোট সরকারের জনপ্রিয়তা কমেছে। ২০১৭ সালের পর এই সরকারের জনপ্রিয়তা এখন সবচেয়ে কম। খবর ওয়েবসাইটের। অবশ্য মঙ্গলবার প্রধানমন্ত্রী আরডার্ন বলেন, তিনি তার সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে খুশি। ২০২০ সালের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে ৩৯ বছর বয়সী এই নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্ষমতায় আসার পর থেকে নারী অধিকার রক্ষা, জলবায়ু পরিবর্তনসহ অন্য ইস্যুতে ভূমিকা রাখায় তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে অনেক বিশ্লেষক তার নেতৃত্ব ও অর্থনীতির গতি শ্লথ হয়ে যাওয়ার বিষয়ে সমালোচনা করে আসছেন। এদিকে জনপ্রিয়তা হ্রাসের খবরে জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমি মোটেও হতাশ নই। আমার সরকার ভালমতো কাজ করছে।
×