ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

প্রকাশিত: ০৯:০৭, ১৫ অক্টোবর ২০১৯

নওগাঁ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া পাঁচ মাসের শিশু মুসাকে ১১দিনের মাথায় ঠাকুরগাঁও থেকে উদ্ধার করলো নওগাঁ সদর মডেল থানার পুলিশ। সেই সঙ্গে চোর আজিজা বেগম (৪০) কে গ্রেফতার করা হয়ছে। মঙ্গলবার সকাল ৬টায় ঠাকুরগাঁও শহরের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ওসি (তদন্ত) ফায়সার বিন আহসান মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শিশু মুসাকে উদ্ধার ও চোর আজিজা বেগমকে গ্রেফতার করেন। এসময় শিশুটির বাবা ইসমাইল হোসেন ও মা বৃষ্টি সঙ্গে ছিলেন । চুরি যাওয়া শিশুটির গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামে। গত ৫ অক্টোবর দুপুরে আজিজা বেগম বোরখা পরে হাসপাতাল থেকে শিশু মুসাকে চুরি করে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শিশুটি উদ্ধারসহ চোরকে গ্রেফতার করা হয়। এদিন বিকেল পৌনে ৫টায় সদর মডেল থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসপি আবদুল মান্নান বিপিএম এ তথ্য জানান। উল্লেখ্য, ইতোপূর্বে ইন্সপেক্টর ফায়সার বিন আহসান শহরের চাঞ্চল্যকর মিনি চৌধুরী হত্যার আসামী গ্রেফতারসহ রহস্য উন্মোচন এবং ৫০০ বস্তা মুরগীর ফিডসহ ছিতাইকৃত ট্রাক দক্ষতার ও সাহসিকতার সঙ্গে উদ্দার করেন।
×