ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধানক্ষেতে নবজাতক, মায়ের স্নেহে তুলে নিলেন সুফিয়া

প্রকাশিত: ০৯:৩২, ১৬ অক্টোবর ২০১৯

ধানক্ষেতে নবজাতক, মায়ের স্নেহে তুলে নিলেন সুফিয়া

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ॥ তাড়াইলে ধান ক্ষেতে একটি ফুটফুটে নবজাতক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ওইখানে ফেলে রেখে যায় গর্ভধারিণী কোন মা। অথচ মায়ের উষ্ণতায় ফুলের মতো ফুটফুটে এই নবজাতকটির বেড়ে ওঠার কথা ছিল। কিন্তু মায়াবি চেহারার সদ্যোজাত এই শিশুটিকে জন্মের পরই দেখতে হয়েছে নিষ্ঠুরতা আর নির্মমতা। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে উপজেলার পুরুড়া স্কুল সংলগ্ন একটি ধান ক্ষেতে নবজাতকের কান্না শুনে গ্রামের সুফিয়া খাতুন নামে এক নারী এগিয়ে যান। পরম মমতায় তিনি বাচ্চাটিকে কোলে তুলে নেন। বাড়িতে নিয়ে গিয়ে শিশুটির সেবা-শুশ্রুষা করেন। এদিকে ধান ক্ষেতে নবজাতক পাওয়ার খবরে এলাকাবাসী শিশুটিকে দেখতে ওই নারীর বাড়িতে ভিড় করেন। বাড়িতে নেয়ার পর থেকেই শিশুটি সবার স্নেহ কাড়ছে। ঠাঁই পাচ্ছে এক কোল থেকে আরেক কোলে। সুফিয়া খাতুন জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ধান ক্ষেতে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি ছুটে গিয়ে মাতৃস্নেহে শিশুটিকে কোলে তুলে নেন। নবজাতক এই ছেলে শিশুটিকে জন্মের পরই মা ফেলে রেখে গেছেন বলে এলাকাবাসী ধারণা করছেন। এ ব্যাপারে তাড়াইল থানার ওসি মোঃ মুজিবুর রহমান ফেসবুকে নবজাতক শিশুটির ছবিসহ একটি স্ট্যাটাস দেন। এতে তিনি জানান, মঙ্গলবার ভোরে তাড়াইল থানার পুরুড়া এলাকার একটি ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় এই ছেলে শিশুটি পাওয়া গেছে। এ সম্পর্কে কারো নিকট কোন তথ্য থাকলে তিনি তাড়াইল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। নওগাঁয় চুরি যাওয়া শিশু উদ্ধার নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া পাঁচ মাসের শিশু মুসাকে ১১ দিনের মাথায় ঠাকুরগাঁও থেকে উদ্ধার করল নওগাঁ সদর মডেল থানার পুলিশ। সেইসঙ্গে চোর আজিজা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ঠাকুরগাঁও শহরের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ওসি (তদন্ত) ফায়সার বিন আহসান মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শিশু মুসাকে উদ্ধার ও চোর আজিজা বেগমকে গ্রেফতার করে। এ সময় শিশুটির বাবা ইসমাইল হোসেন ও মা বৃষ্টি সঙ্গে ছিলেন। চুরি যাওয়া শিশুটির গ্রামেরবাড়ি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামে। গত ৫ অক্টোবর দুপুরে আজিজা বেগম বোরখা পরে হাসপাতাল থেকে শিশু মুসাকে চুরি করে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শিশুটি উদ্ধারসহ চোরকে গ্রেফতার করা হয়। এদিন বিকেল পৌনে ৫টায় সদর মডেল থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসপি আবদুল মান্নান বিপিএম এ তথ্য জানান।
×