ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় চার জাতি উয়েফা অনুর্ধ-১৬ টুর্নামেন্ট শুরু আজ

প্রকাশিত: ১২:২২, ১৬ অক্টোবর ২০১৯

ঢাকায় চার জাতি উয়েফা অনুর্ধ-১৬ টুর্নামেন্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ চার দেশের অংশগ্রহণে উয়েফা অনুর্ধ-১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ বুধবার থেকে। বাংলাদেশসহ বাকি তিন দেশ হলো কম্বোডিয়া, মালদ্বীপ ও ফ্যারো আইল্যান্ড। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মোট ৬টি খেলা। সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। আজ উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় ফ্যারো আইল্যান্ড মুখোমুখি হবে মালদ্বীপের। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে ক্যাম্বোডিয়াকে। গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে (সেটি ছিল প্রথম আসর) খেলতে গিয়েছিল বাংলাদেশ। যেখানে খেলতে হয়েছিল মালদ্বীপ, থাইল্যান্ড ও সাইপ্রাসের বিপক্ষে। ওই প্রতিযোগিতায় থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর মালদ্বীপকে হারিয়েছিল ১০-০ গোলে। তবে সাইপ্রাসের কাছে হেরেছিল ৪-০ গোলে। সেবার তৃতীয় হয়েছিল লাল-সবুজরা। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বাংলাদেশের ব্রিটিশ কোচ মার্টিন রাইলস বলেন, ‘আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ এটি। কারণ নিজেদের মাঠ। চেনা পরিবেশ।’ অধিনায়ক জনি শিকদারের ভাষ্য, ‘আমরা ক’দিন আগেই কাতারে খেলে এসেছি এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে। ভাল খেলার চেষ্টা করেছি। কাতারের ভুলগুলো শুধরে নিয়ে এই টুর্নামেন্টে খেলব।’ ফ্যারো আইল্যান্ডের কোচ আকি জোহানসেন বলেন, ‘আমরা ভাল খেলতে চাই। সে লক্ষ্য নিয়েই এখানে এসেছি। আশাকরি ছেলেরা হতাশ করবে না।’ কম্বোডিয়ার কোচ কাজুনোরির অভিমত, ‘এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি। শিরোপা নিয়েই দেশে ফিরতে চাই।’ মালদ্বীপের কোচ মোহাম্মদ নিজাম অবশ্য একধাপ এগিয়ে বলেন, ‘গত বছর বাংলাদেশের সঙ্গেও আমরা খেলেছি। এবারও তাদের মুখোমুখি হব। শিরোপা জেতার জন্যই এখানে এসেছি।’ অধিনায়ক হাসান আজোমিজ আলীর অভিমত, ‘ভাল করার লক্ষ্যেই আমরা অনুশীলন করেছি। আশা করি শিরোপা নিয়েই ফিরতে পারব।’
×