ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জানভিকে যে উপদেশ দিয়েছেন শ্রীদেবী

প্রকাশিত: ০০:৩৫, ১৬ অক্টোবর ২০১৯

জানভিকে যে উপদেশ দিয়েছেন শ্রীদেবী

অনলাইন ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। গত বছর না ফেরার দেশে চলে গেছেন। এদিকে ধড়ক সিনেমার মাধ্যমে গত বছরই বলিউডে পা রেখেছেন শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। বেঁচে থাকতে অভিনয় নিয়ে মেয়েকে উপদেশ দিয়েছেন মিস্টার ইন্ডিয়া অভিনেত্রী। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন শ্রীদেবী কন্যা। জানভি কাপুর বলেন, আমার মা সবসময়ই বলতেন— তুমি মনে মনে যা ভাববে সেটিই তোমার চেহারায় ফুটে উঠবে। এজন্য অভিনয়শিল্পীদের ভালো মানুষ হওয়াটাও জরুরি। কারণ ক্যামেরা সবকিছুই ধারণ করে। মাত্র ৪ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নায়ক ছাড়া বক্স অফিস হিট সিনেমা উপহার দিতে সক্ষম এমন অভিনেত্রীদের একজন ছিলেন শ্রীদেবী। গত বছর ২৪ ফেব্রুয়ারি মারা যান এ অভিনেত্রী। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে তার মৃত্যু হয়। ননদের ছেলের বিয়েতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। অন্যদিকে কার্গিল গার্ল সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত জানভি কাপুর। এছাড়া রুহিআফজা, তখত ও দোস্তানা-টু সিনেমায় দেখা যাবে তাকে।
×