ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে কবি শেখ ভানু শাহ’র সমাধির সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩১, ১৬ অক্টোবর ২০১৯

হবিগঞ্জে কবি শেখ ভানু শাহ’র সমাধির সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উপজেলা লাখাইয়ের ভাদিকারা গ্রামের মরমী সাধক কবি শেখ ভানু শাহ’র স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। একই সাথে এই সাধক কমপ্লেক্স সমাধি সৌধের সংস্কার কাজের সূচনা করা হয়। সাধারন মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন ও সংশ্লিস্ট সাধকের কর্মকান্ডকে অম্লান করে রাখতেই মূলত হবিগঞ্জ থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরবর্তী এই গ্রামে আজ বুধবার দুপরে এসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংশ্লিস্ট উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার ও সহকারী ভূমি কমিশনার সঞ্চিতা কর্মকার সহ বিপুল সংখ্যক উৎসুক জনতা। মরমী সাধক কবি শেখ ভানু শাহ ১৮৪৯ মতান্তরে ১৮৫৯ সনে ওই উপজেলার ভাদিকারা গ্রামে জন্মগ্রহন করেন। তার রচিত গজল, মুর্শিদী ও আধ্যাত্মিক চিন্তাভাবনা সমৃদ্ধ মরমী সংগীত তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। যা এখনও সাধারন মানুষতে অনুপ্রানিত করছে।
×