ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিলনের ডনগিরি

প্রকাশিত: ১৩:২১, ১৭ অক্টোবর ২০১৯

মিলনের ডনগিরি

ঢাকাই সিনোমা বা বাংলাদেশের সিনেমার জন্য ইচ্ছা করলেও দুই কলম ইতিবাচক কথা লিখতে পারি না। এটা সত্যই ভীষণ দুর্ভাগ্যের। কোন মাসে তো একটা আবার কোন মাসে কোন সিনেমাই নেই। এই হল বর্তমান সময়ের হাল! এরই ধারাবাহিকতায় দুই সপ্তাহ সিনেমা খরা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমাটি কয়েকবার মুক্তির তারিখ ঠিক করলেও মুক্তি দেননি নির্মাতা। তবে এবার প্রেক্ষাগৃহের মুখ দেখতে চলেছে ছবিটি। আগামীকাল (১৮ অক্টোবর) মুক্তি পাচ্ছে ডনগিরি। মৌলিক গল্পের এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বাপ্পি চৌধুরী ও এমিয়া এমি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আনিসুর রহমান মিলন অভিনীত সিনেমা ‘রাত্রির যাত্রী’। সাত মাস পর আবারও মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডনগিরি’। নাটকের বাইরে বেশিরভাগ সময় সিনেমার কাজে ব্যস্ত থাকেন এ অভিনেতা। কিছুদিন আগে নোয়াখালীতে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ সিনেমার শুটিং করেছেন তিনি। আগামী মাসেই এ সিনেমার কাজ শেষ হবে। এ ছাড়া অনিরুদ্ধ রাসেল ও ওয়াজেদ আলী সুমনের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। শীঘ্রই সিনেমাগুলোর কাজ শুরু করবেন মিলন। এ ছাড়াও নাটকেও সমানতালে ব্যস্ততা যাচ্ছে তার। ডনগিরি সর্ম্পকে মিলন বলেন- দর্শকদের সব সময় মন খারাপ থাকে একটি ভাল সিনেমা দেখার অপেক্ষায় । কিন্তু ভাল গল্পের সিনেমা সেভাবে দেখতে পায় না। তার পাশাপাশি আমাদের মা-বোনদের একটা অভিযোগ আছে সুস্থ ধারার ছবি কোথায়? সিনেমার ইতিবাচক সব কিছুই দর্শক খুঁজে পাবে ‘ডনগিরি’ ছবিতে। একটি সুস্থ ধারার চলচ্চিত্র বলতে যা বোঝায়। সকল দর্শকদের দেখার মতো একটি চলচ্চিত্র। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আশা করি, সবার ভাল লাগবে।’ তিনি আরও বলেন, ‘দর্শক প্রেক্ষাগৃহে ফেরানোর জন্য শুধু চলচ্চিত্র নয়, এর সঙ্গে আনুষাঙ্গিক বিষয়গুলোরও উন্নয়ন ঘটাতে হবে। যেমনÑ প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নত করতে হবে। এখানে তো মানুষ টিকেট কেটে একটু বিনোদন পাওয়ার আশায়ই যায়। এ ছাড়া পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে অভিনেতা কিংবা অভিনেত্রীদের অভিনয় উপভোগ করার জন্য যায়। তবে আমরা মূল যে বিষয়টাতে ফোকাস করতে চাই সেটি হলোÑ ‘আমাদের বাংলা চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করা।’ এসএস কথাচিত্র ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘ডনগিরি’ ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী। বাপ্পি ও এমিয়া এমি, মিলন ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে। ছবিটির নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। ইমন সাহার সঙ্গীতে এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, রুপম, লেমিস, পুলক, ইমরান, পড়শী ও হাসান ইমাম। ছবিটি প্রযোজনা করেছে এসএস কথাচিত্র ইন্টারন্যাশনাল।
×