ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোটের কারণে তামিম চট্রগ্রামের হয়ে খেলছেননা আজ

প্রকাশিত: ০১:৫৬, ১৭ অক্টোবর ২০১৯

চোটের কারণে তামিম চট্রগ্রামের হয়ে খেলছেননা আজ

অনলাইন ডেস্ক ॥ ডান পাঁজরের মাংসপেশিতে ব্যথার কারণে তামিম ইকবাল আজ চট্রগ্রামের হয়ে খেলতে নামছেননা।শুধু তাই নয় সামনে ভারত সফর। তার আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হয়ে এলো তামিমের চোট। তবে চোট খুব গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। কিন্তু চোটের কারণে স্কোয়াডে নেই চট্টগ্রামের এই তারকা। ডান পাঁজরে মাংসপেশিতে চোট পেয়েছেন তামিম। জানা গেছে চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা সাবধানতা হিসেবে তামিমকে বিশ্রামে রেখেছে এবং তাকে বিসিবি’তে পাঠিয়েছে। আগে থেকে তামিমের এই ব্যাথা ছিল এবং সম্ভবত আগের ব্যথাটিই পুনরায় শুরু হয়েছে। তাই তার চিকিৎসার প্রয়োজন। নবেম্বরে ভারত সফরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে। এই সিরিজ দিয়ে টাইগাররা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে। এর আগে তামিম সুস্থ্য হয়ে উঠবে বলেই তাকে বিশ্রামে দিয়েছে চট্রগ্রাম বিভাগের কর্মকর্তারা ।
×