ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে বিএনসিসি’র ৯ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং শেষ

প্রকাশিত: ০২:১৯, ১৭ অক্টোবর ২০১৯

গোপালগঞ্জে বিএনসিসি’র ৯ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং শেষ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে গোপালগঞ্জে ৯ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৯/২০২০ শেষ হয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল ৯ টায় স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে এ ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন খান, পিএসসি, জি। সমাপনী কুজকাওয়াজের পর বিএনসিসি’র মহাপরিচালক টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সন্ধ্যায় ক্যাম্পিংস্থলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রেজিমেন্ট ক্যাম্পিং শেষ হয়। ক্যাম্পিং-এ ঢাকা বিভাগের ৫টি জেলাসহ খুলনা ও বরিশাল জেলার মোট ২১টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৮৮ জন পুরুষ ও মহিলা ক্যাডেট, ৩ জন সামরিক কর্মকর্তা, ৮ জন বিএনসিসিও এবং ৭৭ জন সামরিক ও বেসামরিক কর্মচারী অংশ নেন। ক্যাডেটদেরকে মৌলিক প্রশিক্ষণ ড্রিল, রণকৌশলসহ আত্মোন্নয়ন ও প্রাথমিক চিকিৎসা, বন্যা ও দূর্যোগ মোকাবেলায় করণীয়, অগ্নি নির্বাপন পদ্ধতিসহ সমাজ সচেতনতামূলক প্রশিক্ষণ, খেলাধূলা ও বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্মকার্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
×