ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ ডিটিএইচ পরিচালনায় ২ বছরের জেল : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৪, ১৭ অক্টোবর ২০১৯

অবৈধ ডিটিএইচ পরিচালনায় ২ বছরের জেল : তথ্যমন্ত্রী

অনলাইন রিপোটার ॥ অবৈধভাবে ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম-ক্যাবলবিহীন স্যাটেলাইট চ্যানেল সংযোগ) পরিচালনায় সর্বোচ্চ দুই বছরের জেল বা এক লাখ টাকা জরিমানার মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। সরকার দুটি কোম্পানিকে ডিটিএইচ লাইসেন্স দিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা এখনও পুরোপুরি সম্প্রচারে যায়নি। বাংলাদেশে দেখা যাচ্ছে, অবৈধ ডিটিএইচ সংযোগ। বিদেশি অবৈধ ডিটিএইচ সংযোগ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এমনকি অনেক বিত্তবান পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অবৈধ ডিটিএইচ লাগিয়ে দেশি ও বিদেশি চ্যানেল দেখার ও প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে, যেটি সম্পূর্ণ অবৈধ।’ তিনি বলেন, ‘বাংলাদেশে কয়েক লাখ অবৈধ ডিটিএইচ সংযোগ আছে। এগুলো কেনা হয় কলকাতা বা ভারতের বাজার থেকে, টাকাটা হুন্ডি হয়ে চলে যায়। সেগুলোর জন্য মাসিক যে চাঁদা দিতে হয়, সেটিও এক বছরের জন্য নিয়ে যায়, হুন্ডি হয়ে চলে যায়। এভাবে ৭০০-৮০০ কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে এ খাতে পাচার হচ্ছে। এটি কোনোভাবেই সমীচীন নয়, পরিপূর্ণভাবে অবৈধ।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্দেশনা জারি করেছি, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব অবৈধ ডিটিএইচ সংযোগ সরিয়ে নিতে হবে। যারা লাগিয়েছেন তারা, যারা ব্যবহার করছেন তারা। এরপর আমরা এনফোর্সমেন্টে যাব, যেখানে এসব অবৈধ সংযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ অবৈধ ডিটিএইচ চালানোর শাস্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা। এছাড়া দ্বিতীয়বার একই অপরাধ করলে তিন বছরের জেল বা এক থেকে ২ লাখ টাকা জরিমানা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। দেশ ডিজিটাল হলেও সম্প্রচার মাধ্যম, বিশেষ করে ক্যাবল নেটওয়ার্কে এখনও ডিজিটাল হয়নি জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘এটিকে অবশ্যই ডিজিটাল করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটাল করব। ক্যাবল অপারেটরা বলেছিলেন, এটা সম্ভব। সিটি কর্পোরেশন এলাকায়ও সহসা করে ফেলব। আজ আমরা সেটার বিষয়ে মতামত নেব। সারাদেশে করার ক্ষেত্রে একটু সময় নিতে হবে।’
×