ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনের সমাবেশ

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ অক্টোবর ২০১৯

গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ভারতের সাথে অসমচুক্তি বাতিল ও বুয়েটের ছাত্র আবরার হত্যার সুষ্ঠু বিচারের দবিতে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উদীচী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা রানু সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সাংবাদিক আফরাজা লুনা, দেবাশীষ দাশ দেবু, ছাদেকুল ইসলাম গোলাপ প্রমুখ। বক্তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ ক্রাইম চক্র সিন্ডিকেট তৈরি করে ক্যাসিনো বানিজ্যসহ টেন্ডারবাজি, চাঁদাবাজের সাথে জড়িত হয়ে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আর এ নৈরাজ্যকর অবস্থার স্বীকার হয়েছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। বক্তারা আবরার হত্যাকান্ডের সাথে জড়িত হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, তিস্তার পানির চুক্তি জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকার ভারতের কাছ থেকে তা নিতে পারেনি। উপরন্ত শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ফেনী নদীর পানি ভারতকে দিয়ে একটি অসম চুক্তি করা হয়েছে। যেটি দেশের স্বার্থবিরোধী। বক্তারা অবিলম্বে এই অসম চুক্তির বাতিল দাবি করেন। এছাড়াও বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলার ফসল পৈশাচিকভাবে সুনামগঞ্জের দিরাইয়ের শিশু তুহিন হত্যাকান্ড। বক্তারা এই নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।
×