ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার আন্তর্জাতিক ক্লাব ফুটবলে মিশন জামাল, সাদ, জীবনদের

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ অক্টোবর ২০১৯

এবার আন্তর্জাতিক ক্লাব ফুটবলে মিশন জামাল, সাদ, জীবনদের

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলার, কোচ, কর্মকর্তা থেকে শুরু করে সর্বসাধারণ এখনও ঘোরের মধ্যে আছেন। কেউই মানতে পারছেন না বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে জেতা ম্যাচ শেষ মুহূর্তে হাতাছাড়া হওয়ার বিষয়টি। একরাশ কষ্ট নিয়ে বুধবার কলকাতা দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বীরেরা। মনের কোণে বেদনা থাকলেও এবার জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার ব্যস্ত হয়ে পড়ছেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলে। কেননা শনিবার বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড আয়োজিত এই আসর। এবারের তৃতীয় আসরে বাংলাদেশের তিনটি ও বিদেশের পাঁচটিসহ মোট পাঁচ দেশের আটটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। অবশ্য জাতীয় দলের সব ফুটবলারেরই এই টুর্নামেন্টে খেলার সুযোগ হচ্ছেনা। কেননা বাংলাদেশ থেকে মাত্র তিনটি ক্লাব খেলার সুযোগ পাচ্ছে। ক্লাবগুলো হল-আয়োজক চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। যে কারণে এই তিন দলের ফুটবলার যারা জাতীয় দলে আছেন তারাই সুযোগ পাচ্ছেন শেখ কামাল কাপে খেলার। অবশ্য যাদের দল নেই এমন কয়েকজন খেলোয়াড়ও খেলবেন। তারা খেলবেন অতিথি খেলোয়াড় হিসেবে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খেলে থাকেন সাইফ স্পোটিং ক্লাবে। তাঁকে এই আসর মাতাতে দেখা যাবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর জার্স গায়ে। তবে সাইফ স্পোটিংয়ের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও ডিফেন্ডার রহমত মিয়া, শেখ রাসেলের ফরোয়ার্ড বিপলু আহমেদরা খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয়। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা। দলটির তিন সদস্য ডিফেন্ডার ইয়াসিন খান, ফরোয়ার্ড মতিন মিয়া ও মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম ভারতের বিরুদ্ধে মাঠ মাতিয়েছেন। সল্টলেক স্টেডিয়ামে ইব্রাহিম মাঝমাঠে ছিলেন অপ্রতিরোধ্য। তার বদৌলতেই ম্যাচের প্রথম আট মিনিটেই দু’টি পেনাল্টি পেতে পারতো লাল-সবুজের দেশ। কিন্তু রেফারির পক্ষপাতদুষ্ট মনোভাবের কারণে তা হয়নি। ইয়াসিন তো জীবনের সেরা ম্যাচই খেলেছেন। ম্যাচের পঞ্চম মিনিটেই ভারতীয় এক ফরোয়ার্ডের সঙ্গে মাথায় ধাক্কা লেগে কপাল ফেটে রক্তপাত হয় তার। কিন্তু টগবগে তরুণ ইয়াসিন মাঠ ছাড়েননি দেশের পতাকার কথা ভেবে। ব্যান্ডেজ করে খেলেছেণ পুরো ম্যাচ। ম্যাচে বারবার ভারতের আক্রমণগুলো যেন আটকে যাচ্ছিল ইয়াসিনের সামনেই। কখনও পা দিয়ে, কখনও শরীর দিয়ে বা কখনও ব্যথা পাওয়া মাথা দিয়ে ফিরিয়ে দিয়েছেণ সুনিল ছেত্রীদের আক্রমণ। লড়াকু এই যোদ্ধা এবার বসুন্ধরার জার্সিতে নামছেন শেখ কামাল ক্লাব কাপে। জাতীয় দলের দুই তারকা ফরোয়ার্ড সাদ উদ্দিন ও নাবীব নেওয়াজ জীবন দু’জনই খেলে থাকেন ঢাকা আবাহনীতে। সাদ ভারতের বিরুদ্ধে গোল করে হিরো বনে গেছেন। জীবনও গোল পেতে পারতেন, কিন্তু আপসোসে পুড়তে হয়েছে কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায়। বিশেষ করে ৭২ মিনিটে ভারতীয় গোলরক্ষকের মাথার উপর দিয়ে তার অসাধারণ লব জালে জড়ানোর মুহূর্তে আদিল খান খান ফিরিয়ে দিলে হতাশ হতে হয়। এর আগে ভুটানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জোড়া গোল করেছিলেণ জীবন। ভারতের বিরুদ্ধে অল্পের জন্য গোল না পাওয়া ভীষণ হতাশ এই ফরোয়ার্ড। তিনি বলেন, এই স্মৃতি কখনও ভোলার নয়। আমার ভাগ্যটাই খারাপ। ভারতকে হারানোর সুযোগ কাজে লাগাতে পারলাম না। তবে আপাতত ব্যথা ভুলে ঢাকা আবাহনীর হয়ে মাঠে নামার অপেক্ষায় জীবন। সাদের গোলে বাংলাদেশ জয়ের বন্দরে প্রায় পৌঁছেই গিয়েছিল। কিন্তু শেষমেশ আক্ষেপেই পুড়তে হয়। তাইতো উদীয়মান এই তরুণ বলেণ, গোল পেলে অবশ্যই ভালো লাগে। কিন্তু দলের জয়টাই মুখ্য। এ কারণে দল না জেতায় কষ্টটাই বেশি। সিলেটের এই তরুণ এবার ঢাকা আবাহনীর হয়ে শেখ কামাল কাপে মাঠে নামতে যাচ্ছেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপকে সামনে রেখে নতুনভাবে সেজেছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। দর্শক মাঠে টানতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। গ্যালারি ভরপুর করতে নগরীর ৪১টি ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন উপজেলাগুলোতেও প্রচারণা চালানো হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, মাত্র ১০ টাকার নামমাত্র মূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল ১০ টাকা ও দক্ষিণ গ্যালারির টিকিট ২০ টাকায় কিনতে পারবেন ফুটবলভক্তরা। টুর্নামেন্ট সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ট্রফি উন্মোচন করা হয়।
×