ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো নারী আন্তর্জাতিক ভলিবল খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৮, ১৭ অক্টোবর ২০১৯

প্রথমবারের মতো নারী আন্তর্জাতিক ভলিবল খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু এশিয়ান মেনস সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে একাধিকাবার অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। টুর্নামেন্টের আয়োজকও হয়েছে। তাতে সাফল্য ভালই, চ্যাম্পিয়ন একবার, রানার্সআপও একবার। পুরুষদের মতো নারীরাও এরকম সাফল্য চান। তবে এজন্য তাদের রচনা করতে হবে নতুন ইতিহাস, অংশ নিতে হবে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে। অনেক বছরের প্রতীক্ষার পর অবশেষে সেটিই হতে যাচ্ছে। সুখবর বাংলাদেশের নারী ভলিবলের জন্য। আগামী ৯-১৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র নারী সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয় দেশ। বাকি দেশগুলো হলো : আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল এবং তুর্কমেনিস্তান। ভেন্যু-ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ইউসুফ গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ ইউসুফ, কে-স্পোটর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিমসহ ফেডারেশন কর্তারা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে থাকবেন বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানা। সমাপনী অনুষ্ঠানে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। টুর্নামেন্টে অংশ নেয়া উপলক্ষ্যে আড়াই মাসের অনুশীলন করেছে বাংলাদেশের মহিলা ভলিবল খেলোয়াড়রা। মিরপুর ইনডোর স্টেডিয়ামেই এখনও চলছে অনুশীলন। দলের অধিনায়ক থাকবেন শাহিদা পারভীন ময়ূরী। ‘চূড়ান্ত দলে আমরা ১৫ জন আছি। বাংলাদেশে এত বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। অবশ্যই আমাদের লক্ষ্য ভালো কিছু উপহার দেয়া। যতটুকু সম্ভব সেরাটা খেলা।’ অধিনায়ক ময়ূরীর অভিমত।
×