ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পরিবহন শ্রমিকের লাশ উদ্বার, আটক ৩

প্রকাশিত: ০৮:০৬, ১৭ অক্টোবর ২০১৯

মাদারীপুরে পরিবহন শ্রমিকের লাশ উদ্বার, আটক ৩

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট এলাকা থেকে হাসান মিয়া (২০) নামের এক পরিবহন শ্রমিকের লাশ উদ্বার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ কুলিকে আটক করা হয়েছে। মৃত হাসান মিয়া ফরিদপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় ডিএম পরিবহনের হেলপার ও মাঝে মাঝে ঘাট এলাকায় কুলির কাজ করতো । স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুর স্তুপে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০ টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাট এলাকা থেকে ৩ কুলিকে আটক করা হয়েছে। আটককৃত হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুর গ্রামের সালাউদ্দিন মোল্লার ছেলে নাজমুল (২২), পটুয়াখালী জেলার কুয়াকাটা থানার তাসনুপাড়া গ্রামের হাকিম মৃধার ছেলে সাগর মৃধা (১৮) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাড়ৈডাঙ্গি গ্রামের সৃজন শেখের ছেলে সাইফুল শেখ (১৯)। শিবচর থানার উপ পরিদর্শক সাহাদাৎ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোন্দলের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।’
×