ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে কোস্টগার্ড জাহাজের অদূরেই চলছিল মা ইলিশ নিধন

প্রকাশিত: ০৮:১৩, ১৭ অক্টোবর ২০১৯

বাউফলে কোস্টগার্ড জাহাজের অদূরেই চলছিল মা ইলিশ নিধন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ উপজেলার নিমদি লঞ্চঘাট থেকে সামান্য দক্ষিন দিকে তেঁতুলিয়া নদীতে ভেঙে যাওয়া রাস্তার ওপর দেখা গেল প্রায় শতাধিক লোক দাঁড়িয়ে আছে। কাছে যেতেই কয়েকজন বলল, ‘ভাই, দ্যাহেন ক্যামনে ইলিশ ধরে।’ তখন ওই স্থানের আশপাশে ১২-১৪টি নৌকার জেলেরা ফেলে রাখা ইলিশজাল তুলছে নদী থেকে। অথচ তখন নিমদি লঞ্চঘাটে নোঙর করে আছে কোষ্টগার্ডের একটি জাহাজ। জাহাজটির নাম পি-১১১। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় এ দৃশ্য দেখা গেল। কোষ্টগার্ডের জাহাজের পাশ দিয়েই জাল নৌকা নিয়ে ছুটছে জেলেরা নদীর পূর্ব পাড়ের দিকে। ৭ থেকে ৮ মিনিট ব্যবধানে নিমদি লঞ্চঘাট খাল থেকে ৫টি নৌকায় জাল নিয়ে জেলেদের একই পথে যেতে দেখা গেছে। দুপুর ১টা ৩মিনিটে দেখা গেল, নিমদি লঞ্চঘাটের প্রায় ১ কিলোমিটার দক্ষিনে বড় ডালিমা এলাকায় তেঁতুলিয়ার বুকে জাল টানছে জেলেরা। এ সময় দাড়িয়ে থাকা উৎসুক লোকজন জানান, সব নৌকাগুলো নদীতে জাল ফেলে তেঁতুলিয়ার পূর্বপাড়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরের ছোট ছোট খালে আশ্রয় নেয় এবং সময় হলে জাল উঠায়। তারা আরো জানান, এ জেলেদের সাথে রাজনৈতিক দলের কিছু অসাধু নেতাদের যোগসূত্র রয়েছে। ইলিশ প্রজননের এ নিষেধাজ্ঞার সময় সংঘবদ্ধ ওই রাজনৈতিক দলের চক্রটি কোটি কোটি টাকা অবৈধ ভাবে ইলিশ শিকার করে আয় করে নেয়। নেতাদের নাম জানতে চাইলে বলেন, ‘সবাই তাদের নাম জানে। আমরা নাম বলে এলাকা ছাড়া হবো। বোঝেন না? কোষ্টগার্ড কিছু বলে না কেন? ওই নেতারাই কোষ্টগার্ডকে ম্যানেজ করে জেলেদের নদীতে নামিয়ে দিয়েছে। অবৈধ ভাবে শিকার করা ওই ইলিশ ৫০০থেকে সর্বোচ্চ একহাজার টাকায় বাড়ি বাড়ি ফেরি করে হালি বিক্রি করা হয়।’ ওই স্থানে ইলিশ শিকারের মহাৎসবের দৃশ্য জনকণ্ঠের স্থানীয় সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখানোর পর টনক নঁড়ে প্রশাসনের । কোস্টগার্ডের ঢাকা হেড কোয়াটার থেকে মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল হামিদ ০১৭৬৬৬৯০০৩৭ নম্বর মোবাইল ফোন থেকে কল করে জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতাকে বলেন,‘ফেসবুকে আপনার লাইভ প্রচার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ব্যবস্থা নেয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আপনারা (সাংবাদিকরা) স্থানীয় কোস্টগার্ডের কর্মকান্ড তদারকি করবেন। কোন অসঙ্গতি দেখলে আমাকে ফোনে জানাবেন’। ফেসবুকে লাইভ প্রচারের পর বিকেলে উপজেলা প্রশাসন অভিযানে নেমে কয়েকজন জেলেকে আটক করে। এ বিষয়ে কোষ্টগার্ডের জাহাজ ‘পি-১১১ এর অফিসার ইন চার্জ ওবায়দুল হক বলেন, ‘নিমদি লঞ্চঘাট এলাকায় আমাদের জাহাজ নোঙর করা ছিল ঠিকই। কিন্তু তখন আমরা বোর্ড নিয়ে অন্যত্র অভিযানে ছিলাম। ওই সময়ে আমাদের জাহাজে কেউ ছিল না। আর এ সুযোগ ওরা (জেলেরা) কাজে লাগাতে পারে।’
×