ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১২:৫৪, ১৮ অক্টোবর ২০১৯

ফ্যাশন সংবাদ

আর্টিজান ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এনেছে এ সময়ের আবহাওয়া উপযোগী নতুন ডিজাইনের শার্ট, ফুল স্লিভ টি-শার্ট, পলো শাট ও পাঞ্জাবি। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে। বিক্রয় কেন্দ্র : ৮১/৮২, (দ্বিতীয় তলা); ৩/৩২ (তৃতীয় তলা); ৬৯ (নিচতলা) ও ১১৭/১১৭এ (দ্বিতীয় তলা) আজিজ সুপার মার্কেট শাহবাগ; শম্পা মার্কেট, রিং রোড, আদাবর; নিউমার্কেট, শেরপুর; এমএম টাওয়ার, সওদাগর পট্টি, ফেনী; ঝিলটুলী, ফরিদপুর; টাইন হল রোড, হবিগঞ্জ ও এশিয়ান টাওয়ার (তৃতীয় তলা), বাসস্ট্যান্ড, জয়দেবপুর, গাজীপুর। মোবাইল : ০১৯১৯৯৯১৮০১ আর্টল্যান্ড জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ এ্যাওয়ার্ড-২০১৯’। যেখানে পুরস্কৃৃত হয়েছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান আর্টল্যান্ড। রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ানে’ আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের উপ-প্রধান জোয়ান ওয়েঙ্গার। বাংলাদেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির প্রসারের জন্য প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়েছে। রূপচর্চা, বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ও বিয়ের ছবি শিল্পের দেশীয় উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে প্রতি বছরই এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে জানিয়েছেন উদ্যোক্তারা। নিবিড় রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী টপিক্যাল আলাউদ্দিন টাউয়ার শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করল নিবিড় ফ্যাশন। গত ১১ অক্টোবর, শুক্রবার দুপুরে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আউটলেট উদ্বোধন করেন। উত্তরায় রাজলক্ষ্মী বাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল উত্তরায় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড নিবিড় ফ্যাশনের একটি শোরুমের। তাদের প্রত্যাশা পূরণে শুক্রবার শপ ৪১৮- ৪২২, ফ্লোর : ৩য় তলা, টপিক্যাল আলাউদ্দিন টাউয়ার, রাজলক্ষ্মী, উত্তরা শোরুমটির উদ্বোধন করা হয়। এটি নিবিড় ফ্যাশনের ৪র্থ শোরুম। উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত হয়ে ওঠে অভিনেত্রী, নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী, মডেল, সাংবাদিক ফ্যাশন ডিজাইনার নিবিড় ফ্যাশনের কর্মকর্তাসহ অনেক মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে। ফিতা কেটে শোরুমের যাত্রা শুরুর পর মিলাদ মাহফিল। আর্ট হেমন্ত ঋতুকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। আর্ট হেমন্ত ও আসন্ন শীত ঋতু উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। আর্ট’র হেমন্ত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। আর্ট’র পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। ফ্যাশন হাউস আর্ট হেমন্ত ঋতুতে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি।
×