ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরের গোসাইরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ॥ আটক ২

প্রকাশিত: ০৪:৫৮, ১৮ অক্টোবর ২০১৯

শরীয়তপুরের গোসাইরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে বাজার ব্যবসায়ীরা। আটককৃতরা হলো শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বালুচড়া গ্রামের মো. জামাল শেখের ছেলে মঞ্জুর ইসলাম রনি (৩২) ও একই উপজেলার বাঘিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে শেখ নজরুল ইসলাম(৩০)। রনির কাছে সিএনএন বাংলা টিভি ও নজরুলের কাছে দৈনিক প্রভাতী খবরের কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মিঠু সিকদার নামে নাগেরপাড়া বাজারের এক ব্যবসায়ী বাদী হয়ে আজ শুক্রবার গোসাইরহাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও বাজার ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে গিয়ে সাংবাদিক পরিচয়ে ওই দুই যুবক ১০হাজার টাকা চাঁদা দাবি করেন মুদি ব্যবসায়ী মো. মিঠু সিকদারের কাছে। পরে তাদের হাতে ছয় হাজার টাকা দিয়ে দোকানে আটকে রেখে বিষয়টি মোবাইল ফোনে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান ব্যবসায়ীরা। ইউএনও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সন্ধ্যার দিকে তাদের আটক করে গোসাইরহাট থানায় নিয়ে যায়। নাগেরপাড়া বাজার মুদি ব্যবসায়ী মো. মিঠু সিকদার বলেন, বিকেলে দুইজন ব্যক্তি মুদি দোকানে এসে আমার কাছে পলিথিন চায়। আমার দোকানে মুদিমাল বিক্রির জন্য যে পলিথিন রাখি তাদের তা দেখাই। তখন তারা বলে, আপনি পলিথিনের ব্যবসা করেন আপনাকে থানায় নিয়ে যাব। আমি বলি আপনারা বসেন বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে আনি। তাদের ডাকতে গেলে আমার বাবা মন্টু সিকদারকে দোকানের পেছনে ডেকে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তারা। বাবা তাদের ছয় হাজার টাকা দেন এবং তাদের দোকানে বসতে বলেন। তখন আমি এসে মোবাইল ফোনে ইউএনওকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, জনতার হাতে আটক নাম সর্বস্ব মিডিয়ার পরিচয়দানকারী দুই সাংবাদিককে পুলিশে সোপর্দ করে বাজার ব্যবসায়ীরা। নাগেরপাড়া বাজারের এক ব্যবসায়ী বাদী হয়ে ওই সাংবাদিকদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দিয়েছে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মুদি ব্যবসায়ী মিঠু সিকদার আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন।
×