ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ০৬:১৮, ১৮ অক্টোবর ২০১৯

চরফ্যাশনে জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনে জাল দলিলের মামলায় গ্রেফতারী পরোয়ানার আসামী বিবি রহিমা ও মিলনকে বৃহস্পতিবার রাতে চরফ্যাশন থানা পুলিশ গ্রেফতার শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছেন। রহিমা উপজেলার আলীগাও গ্রামের আবুল হাসেমের স্ত্রী, মিলন আবুল হাসেমের ছেলে। জানা যায়, উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের মো. জাকির হোসেনের চর মানিকা মৌজার ৩ একর জমি বিবি রহিমা, মিলন, আলী হোসেন চুট্রো, আলতাফ হোসেন জাল দলিল করে দখলের চেষ্টা করছে। এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে চরফ্যাশন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়ল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর ১৬৫ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলার আসামী চুট্রো ও আলতাফ জামিনে থেকে বাদীকে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ওই মামলার অপর দুই আসামীকে রহিমা ও মিলনকে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ গ্রেফতার করে শুক্রবার জেলে প্রেরণ করেছেন। চরফ্যাশন থানার পুলিশ উপ- পরিদর্শক আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×