ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তুহিন হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে বাবা

প্রকাশিত: ০৭:০৫, ১৮ অক্টোবর ২০১৯

তুহিন হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে বাবা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বজনদের হাতে শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তুহিনের বাবা আব্দুল বাছির জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়েছে বাবা আব্দুল বাছিরকে। শুক্রবার সন্ধ্যায় তুহিনের বাবা আব্দুল বাছিরের ১৬৪ ধারায় জবানবন্দী রেডর্ক করবেন আদলতের বিচারক মো. খালেদ মিয়া। স্বীকারোক্তির তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু তাহের মোল্লা। উপ-পরিদর্শক পদমর্যাদার এই কর্মকর্তা বলেন, রিমান্ডে তুহিনের বাবা আব্দুল বাছির ছেলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য তাকে আদালতে তোলা হয়েছে। তিন দিনের রিমান্ডে থাকা তুহিনের চাচা আব্দুল মছব্বির ও জমসেদ আলীকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে তুহিনের খুনিদের কঠোর শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে শুভসংঘের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। দিরাই উপজেলায় ইতোপূর্বে প্রতিপক্ষকে ফাঁসাতে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সবগুলোর পুন:তদন্তেরও দাবি জানান বক্তারা। এর আগে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবাবন্দিতে খুনের ঘটনায় সম্পৃক্তার কথা স্বীকার করেছেন শিশু তুহিনের চাচা নাসির উদ্দিন ও চাচতো ভাই শাহরিয়া। সে সময় পুলিশ জানায়, মামলা-মোকদ্দমা নিয়ে পুর্বশত্রুতার জেরে বাবা-চাচা-সহ স্বজনরাই পরিকল্পিতভাবে নৃশংশভাবে খুন করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। উল্লেখ্য, রবিবার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। দুর্বৃত্তরা তুহিনের পেটে দুটি ছুরি ঢুকিয়ে রাখে। সোমবার তুহিনের মা মনিরা বেগমের দায়ের করা মামলায় গ্রেফতার তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মছব্বির ও জমসেদ আলীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
×