ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘পেইন্ট ইওর ড্রিম’ শীষর্ক শিশু চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৮:৩৩, ১৯ অক্টোবর ২০১৯

 ‘পেইন্ট ইওর ড্রিম’ শীষর্ক শিশু চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ‘ফোকাস বাংলাদেশ’-এর আয়োজনে উত্তরায় বাংলাদেশ ক্লাবে শুরু হয়েছে ‘পেইন্ট ইওর ড্রিম’ শীর্ষক দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনী। শিশুশিল্পীদের দলগত এ প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাসহ ছয়টি দেশের ৪০০ শিল্পী অংশগ্রহণ করছে। এছাড়া উৎসবের অংশ হিসেবে চিত্রাঙ্কন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে আজ। প্রদর্শনীতে তিনটি বয়সভিত্তিক গ্রুপের ৪০০ শিশু অংশ নিচ্ছে। যেখানে গ্রুপ এ (৪-৭) ও সি’র (১২-১৫) প্রদর্শনী এবং পুরস্কার প্রদান করা হয় শুক্রবার সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিল্লাল। বিকেলে গ্রুপ বি’র (৮-১১) প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ভাস্কর ও শিল্পী হামিদুজ্জামান খান। প্রদর্শনীর আয়োজক ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী এবং আই ডব্লিউ এস বাংলাদেশের কান্ট্রি লিডার, শিল্পী কাওসার হোসেন বলেন, আজকাল আমাদের সমাজে শিল্পের তেমন গুরুত্ব নেই। কিন্তু এটি শিশুদের মানসিক বিকাশ এবং সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি মৌলিক দিক। তারা আমাদের ভবিষ্যত প্রতিনিধি। ফোকাস বাংলাদেশ শিশুদের সংগঠিত করছে এবং শিশুদের সামাজিকীকরণে সহায়তা করার জন্য ধারাবাহিকভাবে এই আয়োজন। ‘পেইন্ট ইওর ড্রিম’ চতুর্থ সংস্করণ যা প্রতিবছর শিশুদের জন্য ফোকাস বাংলাদেশ আয়োজন করে। প্রদর্শনীটি আজ ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।
×