ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলে হত্যার স্বীকারোক্তি

প্রকাশিত: ১০:৫০, ১৯ অক্টোবর ২০১৯

  প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলে হত্যার  স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ অক্টোবর ॥ সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বজনদের হাতে ছেলে তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বাবা আবদুল বাছির জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তিনদিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে বাবা আবদুল বাছিরকে। শুক্রবার সন্ধ্যায় তুহিনের বাবা আবদুল বাছিরের ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্র্ড করেন আদালতের বিচারক মোঃ খালেদ মিয়া। স্বীকারোক্তির তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু তাহের মোল্লা। উপপরিদর্শক পদমর্যাদার এই কর্মকর্তা বলেন, রিমান্ডে তুহিনের বাবা আবদুল বাছির ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য তাকে আদালতে হাজির করা হয়। তিনদিনের রিমান্ডে থাকা তুহিনের চাচা আবদুল মছব্বির ও জমসেদ আলীকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে তুহিনের খুনীদের কঠোর শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে শুভসংঘের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। দিরাই উপজেলায় ইতিপূর্বে প্রতিপক্ষকে ফাঁসাতে যত হত্যাকা- সংঘটিত হয়েছে সবগুলোর পুনর্তদন্তেরও দাবি জানান বক্তারা। এর আগে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে খুনের ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন শিশু তুহিনের চাচা নাসির উদ্দিন ও চাচাত ভাই শাহরিয়া। সে সময় পুলিশ জানায়, মামলা-মোকদ্দমা নিয়ে পূর্বশত্রুতার জেরে বাবা-চাচাসহ স্বজনরাই পরিকল্পিতভাবে নৃশংসভাবে খুন করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
×