ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিঃশেষ হিমবাহ!

প্রকাশিত: ১০:৫০, ১৯ অক্টোবর ২০১৯

  নিঃশেষ হিমবাহ!

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় মাত্র ৫ বছরে ১০ থেকে ২০ শতাংশ বরফ গলে গেছে। বিশ্বের দুই মেরুর হিমবাহের এমন অবস্থা দেখে চিন্তিত বিজ্ঞানীরা। বিশেষত সুইজারল্যান্ডের হিমবাহের গলন সবচেয়ে বেশি। আরও চমকে ওঠার মতো তথ্য হলো, আল্পসের পিজল নামের হিমবাহ পুরোপুরি হারিয়ে গেছে। বিংশ শতাব্দী থেকে সেটি গলছে। সুইস একাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, এ বছর সুইজারল্যান্ডের হিমবাহের গলে যাবার হার সর্বোচ্চ। সেজন্য সুইজারল্যান্ডের গ্রীষ্মকাল এ বছর খুব উত্তপ্ত ছিল। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৬ মিটার গভীর পর্যন্ত গলেছে সুইস হিমবাহগুলো। সেপ্টেম্বর পর্যন্ত গলেছে হিমবাহগুলো। পরিবেশ বিজ্ঞানীদের মত, যদি শীতে দেশটি পুরু বরফে ঢেকে না যায় তাহলে হিমবাহগুলো আগের অবস্থায় ফেরা সম্ভব নয়। বিশেষত ‘পিজল’ হিমবাহের পরিণতিতে রীতিমতো চিন্তিত পরিবেশপ্রেমীরা। জুন ও জুলাই মাসকে হিমবাহ বিশেষজ্ঞরা চিহ্নিত করছেন সমাধির মাস হিসেবে। সুইস একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে, গত এক বছরে সুইজারল্যান্ডের হিমবাহের মাট ২ শতাংশ গলে গেছে। -সিএনএন
×