ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুদের ইন্টারনেট ব্যবহারে সচেতন হোন

প্রকাশিত: ১২:১৩, ১৯ অক্টোবর ২০১৯

শিশুদের ইন্টারনেট  ব্যবহারে সচেতন হোন

জনকণ্ঠ ডেস্ক ॥ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শিশুদের জন্য ইন্টারনেট বন্ধ না করে বরং নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ আন্তঃজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। খবর বাসসর। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, শিশুদের জন্য ইন্টারনেট বন্ধ নয় বরং নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। ফোরামের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ফোরামের নির্বাহী সভাপতি, নৌ-পরিবহন সচিব মোঃ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী বক্তৃতা করেন।
×