ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে বিনিয়োগ করুন জার্মানিকে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:১৫, ১৯ অক্টোবর ২০১৯

বাংলাদেশে বিনিয়োগ  করুন জার্মানিকে পররাষ্ট্রমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জার্মানিতে তার প্রথম সরকারী সফরে বাংলাদেশে সমান-সুযোগ নিতে জার্মান উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বার্লিনে বৃহস্পতিবার জার্মান ফেডারেল এ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এ্যান্ড ফরেন ট্রেড’র (বিডব্লিউএ) সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান ব্যবসা-বান্ধব নীতি এবং পরিবেশের কথা তুলে ধরেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসর। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি এবং শিল্প কারখানা খাতে বিনিয়োগের জন্য জার্মান কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক জোনে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মার্সেডিস, বিএমডব্লিউ এবং ভক্সওয়াগনের মতো জার্মান বৈশ্বিক কোম্পানিগুলোকে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে তাদের এ্যাসেম্বল কারখানা স্থাপনের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বৈঠকে অংশ নিয়েছেন। একই দিনে মোমেন জার্মানিতে বাংলাদেশ ফোরাম আয়োজিত বাংলাদেশ বিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।
×