ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ১৩:০২, ১৯ অক্টোবর ২০১৯

রাবি ক্যাম্পাসে  শিক্ষার্থীকে  ছুরিকাঘাত

বাংলানিউজ ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের মাঠে ফিরোজ নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলেও আশপাশের লোকজন চলে আসায় নিতে পারেনি। এ ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের মাঠে অর্থনীতি বিভাগের ফিরোজ নামে এক শিক্ষার্থীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ফিরোজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন সেøাগান দেন। এ সময় সড়কের দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
×