ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়ি ভাঙচুরের অভিযোগে দিল্লির স্পিকারের কারাদণ্ড

প্রকাশিত: ২৩:৩৬, ১৯ অক্টোবর ২০১৯

বাড়ি ভাঙচুরের অভিযোগে দিল্লির স্পিকারের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ॥ জোর করে অন্যের বাড়িতে প্রবেশ এবং ভাংচুরের অভিযোগে আম আদমী সরকারের স্পিকার রামনিবাস গোয়েলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে পূর্ব দিল্লির একটি কলোনির এক বাড়িতে দলবল নিয়ে প্রবেশ করে ভাঙচুর করেন বর্তমানে দিল্লির বিধানসভার এই স্পিকার। রামনিবাস গোয়েল ছাড়াও এই অপরাধে আরও চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। রামনিবাস গোয়েল ছাড়া এই বাকি চার জন হলেন সুমিত গয়াল, হীতেশ খান্না, অতুল গুপ্তা এবং বলবীর সিং। তবে উচ্চতর আদালতে আবেদন করার জন্য এদের ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জ‌ুর করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ৭২ বছরের আম আদমী পার্টির নেতা রামনিবাস গোয়েল। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সেশন কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন। ২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটের আগের দিন ভোটারদের প্রভাবিত করতে মদ ও কম্বল বিলির অভিযোগ পেয়ে ওই বাড়িতে তারা হামলা চালান বলে অভিযোগ।
×