ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু, অসুস্থ ১

প্রকাশিত: ০২:২০, ১৯ অক্টোবর ২০১৯

হবিগঞ্জে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু, অসুস্থ ১

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উচাইল চারিগাঁও গ্রামে একই পরিবারের তিন সন্তান বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এরা হলো, সাথী আক্তার (৬) ও তোফাজ্জল (৮)। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে সংশ্লিস্ট গ্রামের বাসিন্দা টমটম চালক সিরাজুল ইসলামের বাড়ীতে সংঘটিত এই ঘটনায় ঘটনাস্থলেই সাথী মৃত্যুবরন করে। এদিকে রাত ১০ টার দিকে আশংকাজনক অবস্থায় সিরাজুলের অপর দুই সন্তান তোফাজ্জল (৮) ও রবিউল (৬ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে আজ শনিবার ভোর রাতের দিকে তোফাজ্জলও মৃত্যুও কোলে ঢলে পড়ে। অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন রবিউল এখন পর্যন্ত হাসপাতাল বেডে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। এখন মৃত্যু যন্ত্রনায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তবে সংশ্লিস্ট পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তানুযায়ী এই শিশুগুলো বাড়ীতে রাখা কৃমিনাশক ওষধ খাওয়ায় এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। মা ফাহিমা আক্তার জানান, এই রাতে তার তিন সন্তানকেই কৃমির ওষুধ খাওয়ানোর পর একে একে সকলেই বমি করতে থাকে। এমনকি পেটে ব্যাথা নিয়ে চিৎকার শুরু করলে দ্রুত আমার সন্তানগুলোকে নিয়ে আসা হয় হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে। তবে অনেকে ঘটনাকে রহস্যজনক মনে করছেন। এলাকাবাসীর দাবি, শিশুরা যদি কৃমিনাশক ওষধ খেয়েই থাকে, তাহলে এই ওষুধ কিভাবে আসল বা এগুলো কি স্থানীয় কোন ডাক্তার অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কমিউনিটি ক্লিনিক এমনকি ফার্মেসী থেকে এনেছে কিনা তাও খতিয়ে দেখে বের করা প্রয়োজন যে, এই ওষুধ গুলোর কোন মেয়াদ ছিল কি না। অন্যদিকে এও দেখা প্রয়োজন যে, শিশুদের বয়স অনুপাতে মাত্রা বুঝে এই ওষধ সেবন করার জন্য ডাক্তার বা অন্য কেউ দিয়েছিল কিনা। নাকি এই বাড়ীর গৃহকর্তা তাদের খাওয়ার জন্যই এই ওষুধ এনেছিল কি না। এমনও হতে পারে এই শিশুগুলোকে মেরে পরিবারের সদস্য বা অন্য কেউ তার হীন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল। তবে প্রকৃত সত্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
×