ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয় দিয়ে শুরুর প্রত্যয় মোহনবাগানের

প্রকাশিত: ০৬:০৩, ১৯ অক্টোবর ২০১৯

জয় দিয়ে শুরুর প্রত্যয় মোহনবাগানের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রীড়প্রেমীদের কাছে মোহনবাগান অতি পরিচিত নাম। অনেকটা এদেশের মোহামেডান-আবাহনীর মতোই। ভারতের অন্যতম সেরা ও জনপ্রিয় সেই ক্লাবটিই এবার প্রথমবারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে খেলতে এসেছে। প্রথমবার অংশ নিয়েই তারুণ্যনির্ভর দলটি সবাইকে চমকে দেয়ার আশা করছে। এ লক্ষ্যে দলটি মিশন শুরু করার অপেক্ষায়। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রতিপক্ষ লাওসের প্রিমিয়ার লীগের দল ইয়ং এলিফেন্ট। ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। টুর্নামেন্টে ভাল কিছুর লক্ষ্য নিয়েই এসেছে কোচ কিবু ভিকুনার দল। এজন্য শুরুটা ভাল করতে মুখিয়ে আছে মোহনবাগান। অন্যদিকে কোনো বিদেশী ফুটবলার ছাড়াই চট্টগ্রাম আসা এলিফেন্ট চমকে দিতে চায় প্রতিপক্ষদের। মোহনবাগানের দলটিকে নিয়ে গুঞ্জনের অবশ্য শেষ নেই। কিসের গুঞ্জন! চারিদিকে ফিসফাস, উপমহাদেশের অন্যতম সেরা ক্লাবটি নাকি দ্বিতীয় সারির দল নিয়ে লাল-সবুজের দেশে এসেছে। কিন্তু দলটির স্প্যানিশ কোচ ভিকুনা এটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিরোপা জয়ের জন্যই বাংলাদেশে এসেছে তার দল। ২০১৪-১৫ মৌসুমে আই লীগের চ্যাম্পিয়ন মোহনবাগান। শেখ কামাল কাপে এবার দলটিকে সেরা সাফল্য উপহার দিতে পারেন স্প্যানিশ মিডফিল্ডার জ্যাভিয়ের সানচেস মুনোস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস, স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্টে কিংবা মিডফিল্ডার সোসেবা বেইটিয়া। সানচেসের বেড়ে ওঠা স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে। একঝাক এই বিদেশীদের সাথে দেশীয় ফুটবলারের সংমিশ্রণে সেরা সাফল্যের স্বপ্ন বুনছে কলকাতার জায়ান্টরা। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য প্রসঙ্গে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেন, ‘আমাদের দলটি তারুণ্যনির্ভর। কিন্তু লক্ষ্য বড়। প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। এরপর ফাইনাল নিয়ে ভাববো’। নিজেদের গ্রুপের দলগুলোকে নিয়ে হোমওয়ার্ক করা হয়েছে জানিয়ে স্প্যানিশ কোচ আরও বলেন, ‘এই আসরের সবগুলো দল সম্পর্কে হোমওয়ার্ক করা হয়েছে। প্রতিপক্ষ অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করব। কোন্ পাঁচ বিদেশী প্রথম একাদশে থাকবে তা ঠিক হবে ম্যাচের দিন সকালে। মাঠে বল রেখে পাসিং ফুটবল খেলেই আমরা এগিয়ে যেতে চাই। সেরাটা খেলতে পারলে সেরা সাফল্য সম্ভবা।’ ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া মোহনবাগান এশিয়ার অন্যতম সেরা ও প্রাচীন ক্লাব। দলটির সাফল্যের ভান্ডার ভরপুর। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, একাধিকবার ফেডারেশন কাপ জয়। তাছাড়া রোভার্স কাপ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, জাতীয় ফুটবল লীগ, আই-লীগ ও কলকাতা ফুটবল লীগে পেয়েছে চোঁখ ধাঁধানো সাফল্য। মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয়ান দলকে পরাজিত করেছিল। ১৯১১ সালে আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়েছিল। সেই দলটি এবার প্রথমবার খেলছে শেখ কামাল টুর্নামেন্টে। এখানেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ দলটি। এবারের আসরে ইয়ং এলিফেন্ট একমাত্র দল যাদের তাবুতে কোনো বিদেশী ফুটবলার নেই। শতভাগ দেশীয় ফুটবলার নিয়ে তারা বাংলাদেশে এসেছে। দলটির বেশিরভাগ ফুটবলার খেলে থাকেন লাওস জাতীয় দলে। তবে শুরুতেই আশার বানী শোনাচ্ছেন না দলটির কোচ ভি সালভারাই, ‘আমরা এখানে শিখতে এসেছি। আমাদের দলটি নতুন। দলে কোনো বিদেশী ফুটবলার নেই।’ আজকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘মোহনবাগান অনেক ভাল দল। তবে আমরাও জয়ের জন্য খেলবো। আশা করছি প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ খেলা হবে’। আত্মবিশ্বাসী এলিফেন্টের অধিনায়ক সরফরাজও।
×