ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডা উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’

প্রকাশিত: ০৯:৩১, ২০ অক্টোবর ২০১৯

কানাডা উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’

স্টাফ রিপোর্টার ॥ কানাডার টরেন্টো শহরে ২৩ নবেম্বর আয়োজিত চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আমন্ত্রণ পেয়েছে তরুণ নির্মাতা নাঈম হকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’। চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য মনোনীত হওয়ায় অনেকটাই উচ্ছ্বসিত নির্মাতা নাঈম হক। তিনি বলেন, বিশ্বের হাজারও গুণী নির্মাতাদের সব কাজের ভিড়ে ‘দ্য টাইপিস্ট’ মনোনীত হয়েছে বলে আমি অনেক আনন্দিত। একজন বৃদ্ধ টাইপ রাইটারের জীবন যুদ্ধের ওপর ভিত্তি করে বানানো এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে মানুষের মনে জায়গা করে নিচ্ছে এটাই আমার প্রাপ্তি বলে আমি মনে করি। রাজধানীর প্রেসক্লাব, মগবাজার ও তাঁতি বাজারের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রের শূটিং হয়েছে। এতে অভিনয় করেন গুণী অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, তন্ময় ও নিপা খান। নাঈম হক বলেন, হাসান ইমামের মতো একজন গুণী ও সিনিয়র অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করা অনেক বড় একটি ব্যাপার। নিজেকে এ জন্য ভাগ্যবানও মনে হয়। ‘দ্য টাইপিস্ট’ স্বল্পদৈর্ঘ্যরে গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিরী সাগর। তিনি জানান, মাত্র ছয়টি দৃশ্য আছে এর চিত্রনাট্যে। এক দৃশ্য থেকে পরবর্তী দৃশ্যের ব্যবধান এক বছরের। এরপর নানান ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় এর গল্প। নির্মাতা জানান, চলচ্চিত্রটি এর আগে ভারত, যুক্তরাজ্য এবং ইতালিতে প্রশংসিত।
×