ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক কারণে খালেদাকে জামিন দেয়া হচ্ছে না ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ১১:৫৫, ২০ অক্টোবর ২০১৯

রাজনৈতিক কারণে খালেদাকে জামিন দেয়া হচ্ছে না ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা আশঙ্কা করছি খালেদা জিয়াকে ধীরে ধীরে হত্যার পরিকল্পনা চলছে। ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে তাঁকে সাজা দেয়া হয়েছে। জামিন তাঁর প্রাপ্য অধিকার, কিন্তু তাঁকে জামিন দেয়া হচ্ছে না। আমাদের অনেকে বলেছেন আইনজীবীরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারছেন না। কারণ, সরকার আদালত নিয়ন্ত্রণ করছে। ড. মোশাররফ বলেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকা-ে জড়িতদের যারা লালন-পালন করেছে তাদের বিচার হওয়া উচিত। তিনি বলেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযান হলো লোক দেখানো। যারা ক্যাসিনো পরিচালনা করেছে তাদের আটক করা হয়েছে। কিন্তু যেসব মন্ত্রী-এমপির প্রশ্রয়ে এসব হয়েছে সেসব গডফাদার গ্রেফতার করা হয়নি। দলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরের ভেতর বসে বক্তব্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না, গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সকলকে আন্দোলন-সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে, রাজপথে নামতে হবে। খন্দকার মোশাররফ বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি ড. মীজানুর রহমান যুবলীগের দায়িত্ব পেতে চান। এটা সমাজ পচনের অন্যতম উদাহরণ। এ খবর শুনে আমি আকাশ থেকে পড়েছি। জাতির জন্য এ খবর দুর্ভাগ্যজনক। জবি ভিসি বলেছেন, যুবলীগের সভাপতি পদ যদি তাকে দেয় তাহলে উনি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের পদ ছেড়ে দেবেন। আরও কোন বিশ্ববিদ্যালয়ের ভিসিও এমন কথা বলতে পারেন। ধিক, লজ্জা। সমাজ কোথায় গিয়েছে যে, একজন ভাইস চ্যান্সেলর এই ধরনের যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের শাসন করবেন। আশঙ্কা করছি খালেদাকে ধীরে ধীরে হত্যার পরিকল্পনা চলছে- সেলিমা ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মামলায় সাজা দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে সরকার, তাঁকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি খালেদা জিয়াকে ধীরে ধীরে হত্যা করার পরিকল্পনা চলছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী সংগ্রামী দল’ আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
×