ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসহায়দের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান

প্রকাশিত: ১১:৫৬, ২০ অক্টোবর ২০১৯

অসহায়দের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান

রায়েরবাজারে অবস্থিত উদয় ও দ্বীপশিখা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ অসুস্থ সদস্য ও তার পরিবার এবং সদস্যদের ছেলে-মেয়ের পড়ালেখায় অনুপ্রেরণা দানের জন্য চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করেছে। একইসঙ্গে ৩০ জন সদস্যকে উৎসাহদানে পুরস্কার প্রদান করা হয়। শুক্রবার সতিরি পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ৪ জন অসুস্থ সদস্যের চিকিৎসার জন্য ১৬ হাজার টাকা এবং ৮ জন গরিব ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তার জন্য মোট ৩০ হাজার টাকা অনুদান দেয়া হয়। সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায় উপস্থিত থেকে এই অনুদানের টাকা প্রদান করেন। তিনি জানান, সমিতি নিয়মিত সমাজের অসহায়দের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করে থাকে। সমাজের দুঃস্থ এবং অসহায় জনগোষ্ঠীকে নিয়ে গড়ে উঠা এই সংগঠনদ্বয় হাজারীবাগ, চাঁদউদ্যান, রায়রবাজার ও আশপাশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দ্বীপশিখা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আজম খান এবং উদয় শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মালা বেগমসহ অফিসের অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×