ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশিত: ১২:১০, ২০ অক্টোবর ২০১৯

শেখ কামাল ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ শিরোপা পুনরুদ্ধারের মিশনে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে উড়ন্ত সূচনা করেছে চট্টগ্রাম আবাহনী। শনিবার রাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী। ‘এ’ গ্রুপের এই ম্যাচে বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন নাইজিরিয়ান মিডফিল্ডার চিনেদি ম্যাথুউ। একটি করে গোল করেন ইয়াসিন আরাফাত ও রটকোভিচ লুকা। টিসির হয়ে একমাত্র গোলটি করেন ইসমাইল ইয়াসা। গোল না পেলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জামাল ভুঁইয়া। পুরো ম্যাচে অনেকটা একতরফা খেলা চট্টগ্রাম আবাহনী শুরুতেই অল্পের জন্য গোল পায়নি। এ সময় ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আরিফুল ইসলামের জোরালো শট বারপোস্ট ঘেঁষে বাইরে যায়। অবশেষে অষ্টম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সংঘবদ্ধ আক্রমণে বামপ্রান্ত থেকে আরিফুল বল বাড়ান ডি বক্সের মাথায়। নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে গোল করেন আরামবাগ থেকে অতিথি হিসেবে খেলতে আসা নাইজিরিয়ান মিডফিল্ডার চিনেদি ম্যাথুউ (১-০)। ১০ মিনিটে আবারও গোল পায় চট্টগ্রাম আবাহনী। এবার বামপ্রান্ত থেকে একক প্রচেষ্টায় টিসি স্পোর্টসের দুর্গে ঢুকে পড়ে কোনাকুনি শটে দৃষ্টিনন্দন গোল করেন আরামবাগ থেকে ধারে খেলা ডিফেন্ডার ইয়াসিন আরাফাত (২-০)। ২৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় টিসি স্পোর্টস। ডি বক্সের মধ্যে থেকে ডিফেন্ডার মোহাম্মদ সামির শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৩২ মিনিটে ফরোয়ার্ড রটকোভিচ লুকার শট টিসি গোলরক্ষক লুফে নিলে তিন নম্বর গোল পায়নি প্রথম আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। ৩৯ মিনিটে আবারও টিসির দুর্গ ভেঙ্গে দেয় স্বাগতিকরা। এবার বামপ্রান্ত থেকে আরিফুলের বাড়ানো বলে কোনাকুনি শটে মালদ্বীপের ক্লাবের গোলরক্ষক ইব্রাহিম নাদিমকে পরাস্ত করেন চিনেদি (৩-০)। বিরতির পর ৭১ মিনিটে আরিফুলের গোলমুখে বাড়ানো ক্রস ধরতে ব্যর্থ হন টিসি গোলরক্ষক। সেই সুযোগে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন মন্টেনিগ্রোর ফরোয়ার্ড রটকোভিচ লুকা (৪-০)। চার গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের ৮৬ মিনিটে ইসমাইলের গোলে ব্যবধান ৪-১ করে টিসি স্পোর্টস।
×