ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে জয়ের পথে খুলনা

প্রকাশিত: ১২:১২, ২০ অক্টোবর ২০১৯

জাতীয় ক্রিকেট লীগে জয়ের পথে খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২১তম আসরে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও একটি ম্যাচের ফল মিলে যাওয়ার সম্ভাবনা জোরালো। রাজশাহীকে হারিয়ে দিতে পারে খুলনা। যদি কোন নাটকীয়তা না দেখা যায় আজ, তাহলে খুলনাই ম্যাচটি জিততে চলেছে। জিততে খুলনার আর ১০৮ রান দরকার লাগবে। হাতে আছে ৯ উইকেট। খুলনা-রাজশাহী ম্যাচটি ছাড়া অন্য ম্যাচগুলো ড্র’র পথেই হাঁটছে। তবে ম্যাচগুলো ব্যক্তিগত নৈপুণ্য দেখার মিলছে। রংপুরের লিটন কুমার দাসের (১২২ রান) দ্রুত সেঞ্চুরির পর যেমন নাঈম ইসলামও (১২৪*) সেঞ্চুরি হাঁকিয়েছেন। ঢাকা মেট্রোর মাহমুদুল্লাহ রিয়াদ আছেন সেঞ্চুরির অপেক্ষায়। আজ পাঁচ রান করলেই সেঞ্চুরি হয়ে যাবে। প্রথম স্তর ॥ চট্টগ্রামে ঢাকা ও রংপুরের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র’র পথে হাঁটছে। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা। জবাবে দ্বিতীয়দিন শেষ হওয়ার আগে লিটন কুমার দাসের অপরাজিত ৫১ রানে ২ উইকেট হারিয়ে ৭১ রান করে রংপুর। রংপুর ৪৮৫ রানে পিছিয়ে ছিল। তৃতীয়দিন ১৩ চারে ১৩৩ বলেই ১০০ রান করে ফেলেন লিটন। শেষ পর্যন্ত ১৮৯ বলে ১৪ চারে ১২২ রান করে আউট হন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলে এসেই সেঞ্চুরি হাঁকান লিটন। তবে নাঈম ইসলাম ঠিকই উইকেট আঁকড়ে থাকেন। ২৯৬ বলে ১২ চার ও ১ ছক্কায় অপরাজিত ১২৪ রান করেন। লিটন ও নাঈম মিলে তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন। এ জুটির পর নাঈমের অসাধারণ ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে রংপুর। তানভির হায়দার অপরাজিত ৫২ রান করেন। এখনও রংপুর ২২২ রানে পিছিয়ে রয়েছে। তবে দুই দলের কেউই এখনও দ্বিতীয় ইনিংসে খেলতে নামতে পারেনি। তাই ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছে। খুলনায় শুরু থেকেই বিপদে থাকে রাজশাহী। প্রথম ইনিংস ২৬১ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয়দিন খুলনা প্রথম ইনিংসে খেলতে নেমে ইমরুল কায়েসের ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ২২৭ রান করে ৩৪ রানে পিছিয়ে থাকে। নুরুল হাসান সোহান (৩৫*) ও আব্দুর রাজ্জাক (৭*) অপরাজিত থাকেন। তৃতীয়দিনের খেলা শুরু করেন। সোহান নিজের স্কোর আরও উঁচুতে নেন। তবে ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়েন। অপরাজিত ৯৭ রান করেন। সোহানের এ ইনিংসে প্রথম ইনিংসে ৩০৯ রান করে খুলনা। ৪৮ রানে এগিয়ে যায় খুলনা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৭০ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী। ৪ উইকেট করে নেয়া আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক অসাধারণ বোলিং করেন। মুস্তাফিজ ৮ ওভার বোলিং করেই ২ উইকেট নেন। খুলনার সামনে জিততে ১২৩ রানের টার্গেট দাঁড় হয়। খুলনা ১ উইকেট হারিয়ে ১৫ রান করতেই তৃতীয়দিন শেষ হয়। আজ চতুর্থ ও শেষদিনে সৌম্য সরকারকে নিয়ে ইমরুল (১১*) ম্যাচ জেতাতে নামবেন। ১০৮ রান করতে পারলেই জিতে যাবে খুলনা। দ্বিতীয় স্তর ॥ ফতুল্লায় একটু বিপাকে আছে বরিশাল। প্রথম রাউন্ডের একমাত্র জয়ী দল বরিশাল। দ্বিতীয় রাউন্ডে বিপাকে পড়েছে। তবে আজকের দিনটিই বাকি। তাই চট্টগ্রামের বিরুদ্ধে ম্যাচটি ড্র’ই হয়ে যেতে পারে। চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩৫৬ রান করে। বরিশাল দ্বিতীয়দিন প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান করে। মোহাম্মদ আশরাফুল ও মোসাদ্দেক হোসেন সৈকত ৪ রান করে অপরাজিত থাকেন। বরিশাল ২৫২ রানে পিছিয়ে ছিল। তৃতীয়দিন শেষেও বরিশাল পিছিয়েই আছে। তাও আবার ১৯০ রানের বড় ব্যবধানে। নাঈম হাসানের (৪/৬২) দুর্দান্ত ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২১৬ রানেই গুটিয়ে যায় বরিশাল। আশরাফুল ও মোসাদ্দেক তৃতীয়দিনের শুরুতেই ব্যর্থ হন। নুরুজ্জামান ৬০ রান না করলে এ স্কোরও করা যেত না। প্রথম ইনিংসেই ১৪০ রানে এগিয়ে যায় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে চট্টগ্রাম। পিনাক ঘোষ (৩০*) ও মুমিনুল হক (৯*) অপরাজিত আছেন। বগুড়ায় ঢাকা মেট্রো ও সিলেটের বিরুদ্ধে ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে নাটকীয়তার দেখা মিলতে পারে। ঢাকা মেট্রো ১৫২ রানে এগিয়ে রয়েছে। তবে হাতে আছে দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট। যদি দ্রুত উইকেটগুলো আজ পড়ে যায়, সিলেট চমক দেখায়; তাহলে ঢাকা মেট্রোর বিপদ আসতে পারে। তবে ঢাকা মেট্রোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি এরই মধ্যে ৯৫ রান করে ফেলেছেন। শহিদুল ইসলামকে (২৯*) নিয়ে এগিয়েও যাচ্ছেন। আর ৫ রান হতেই সেঞ্চুরি করে ফেলবেন দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদুল্লাহ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করেছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ২৪৬ রানের বেশি করতে পারেনি ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে সিলেটের ৩১৯ রানের বড় সংগ্রহ হয়ে যায়। এরপর ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে ৯ রান করতেই দ্বিতীয়দিন শেষ হয়। ঢাকা মেট্রো ৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিন খেলা শুরু করে ১৫২ রানে এগিয়ে গেছে। স্কোর ॥ ঢাকা-রংপুর প্রথম স্তরের ম্যাচ- চট্টগ্রামে ঢাকা প্রথম ইনিংস- ৫৫৬/৮ (ইনিংস ঘোষণা); ১৬০ ওভার; সাইফ ২২০*; সোহরাওয়ার্দী ৩/১৩৪, সঞ্জিত শাহা ৩/৮৯। রংপুর প্রথম ইনিংস- দ্বিতীয়দিন ৭১/২; ১৮ ওভার; লিটন ৫১*, নাঈম ৮*; সাকিল ২/১৬ ও তৃতীয়দিন ৩৩৪/৫; ১০৮ ওভার; লিটন ১২২, নাঈম ১২৪*, তানভির ৫২*; সুমন ২/৭০। খুলনা-রাজশাহী প্রথম স্তরের ম্যাচ- খুলনায় রাজশাহী প্রথম ইনিংস ২৬১/১০; ৮৫.৩ ওভার; জুনায়েদ ৫১, ফরহাদ ৪৫, ফরহাদ রেজা ৪১; মিরাজ ৪/৩৮, মুস্তাফিজ ২/৬৪, রুবেল ২/৫১ ও দ্বিতীয় ইনিংস- ১৭০/১০; ৬০ ওভার; শান্ত ৫৭, মুশফিক ৪৪; আল-আমিন ৪/১৭, রাজ্জাক ৪/৬২। খুলনা প্রথম ইনিংস- দ্বিতীয়দিন ২২৭/৬; ৯০ ওভার; ইমরুল ৯৩, তুষার ৪৩, সোহান ৩৫*, বিজয় ৩৪; শফিউল ২/৫৫, তাইজুল ২/৭৫ ও তৃতীয়দিন ৩০৯/১০; ১০৮.৩ ওভার; সোহান ৯৭*; শফিউল ৩/৫৫, তাইজুল ২/৯৭ এবং দ্বিতীয় ইনিংস ১৫/১; ৩ ওভার; ইমরুল ১১*।
×