ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঁচিতেও চলছে ‘রোহিত শো’

প্রকাশিত: ১২:১৩, ২০ অক্টোবর ২০১৯

রাঁচিতেও চলছে ‘রোহিত শো’

স্পোর্টস রিপোর্টার ॥ রোহিত শর্মাকে কেন আরও আগে টেস্টে ওপেনিং করানো হয়নি, ভারতীয় ম্যানেজমেন্টের এমন আফসোস হতেই পারে। আধুনিক ওয়ানডে ও টি২০’র অন্যতমসেরা এ ওপেনার সাদা পোশাকে ওপেনিংয়ের সুযোগ পেয়েছেন ক্যারিয়ারের ২৭ টেস্ট খেলার পর। আর বুঝিয়ে দিচ্ছেন তার দেশ এতদিনে কী ভুলটাই না করেছে। বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭৬ ও ১২৭ রানের পর রাঁচির তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে আরও এক সেঞ্চুরি। আলোর স্বল্পতায় শনিবার প্রথমদিনে খেলা হয়েছে মাত্র ৫৮ ওভার। ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ২২৪। ১১৭ রানে অপরাজিত রোহিত। সঙ্গী অজিঙ্কা রাহানে ৮৩*। ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কে পা রাখা রোহিত গড়েছেন একাধিক রেকর্ড। তার মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি ১৭ ছক্কার বিশ্বরেকর্ড উল্লেখ্য, তিনটি সেঞ্চুরির সঙ্গে আছে ২০০০ রানের ল্যান্ডমার্ক। অন্যদিকে টেম্বা বাভুমাকে প্রক্সি অধিনায়ক করেও টস জিততে পারেননি ‘কুফা’ ফ্যাফ ডুপ্লেসিস। সবমিলিয়ে ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর কঠিন লড়াইয়ের শুরুতেই চোখে সর্ষে ফুল দেখছে সফরকারী প্রোটিয়ারা। উপমহাদেশে টানা নয় টেস্টে টসে হারের কষ্ট সঙ্গী করে এদিন প্রক্সি অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমাকে দিয়ে টস করিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। কিন্তু ‘কুফা’ কাটেনি। ফল টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে, আর দেখতে হয়েছে ভারতীয়দের ব্যাটিংতা-ব। যদিও ৩৯ রানের মধ্যে মায়াঙ্ক আগারওয়াল (১০), চেতেশ্বর পুজারা (০) ও অধিনায়ক কোহলিকে (১২) হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছিল স্বাগতিকরা। তবে রোহিত সেটি টের পেতে দেননি। ব্যাট চালিয়েছেন ওয়ানডে স্টাইলে। ১৬৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় হিটম্যান অপরাজিত ১১৭ রানে। এর মধ্যে সর্বশেষ ছক্কাটি ছিল ব্যক্তিগত ৯৫ থেকে সেঞ্চুরি করার পথে। টেস্টে এটি তার ছক্কা মেরে সেঞ্চুরি করার দ্বিতীয় ঘটনা। আর সর্বোপরি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের পক্ষে সবচেয়ে বেশি ৬ বার ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। সিরিজের প্রথম টেস্টেই জোড়া সেঞ্চুরি করা রোহিত, দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এবার হাঁকালেন এক সিরিজে তিনটি সেঞ্চুরি। তার আগে শুধু গ্রেট সুনীল গাভাস্কার করেন এমন কীর্তি। তাও তিনটি ভিন্ন ভিন্ন সিরিজে ৩টি করে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দ্য লিটল মাস্টার। তবে গাভাস্কার সেগুলো করেছিলেন যথাক্রমে চার, ছয় ও পাঁচ টেস্টের সিরিজে। তিন টেস্টের সিরিজে রোহিত সেটি করলেন এক ইনিংস বাকি থাকতেই। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ২২৪/৩ (৫৮ ওভার; আগারওয়াল ১০, রোহিত ১১৭*, পুজারা ০, কোহলি ১২, রাহানে ৮৩*; রাবাদা ২/৫৪, এনগিদি ০/৩৬, নর্টজ ১/৫০)। ** প্রথমদিন শেষে
×