ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসজির বড় জয়

প্রকাশিত: ১২:১৪, ২০ অক্টোবর ২০১৯

পিএসজির বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন। এ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলের সৌজন্যে শুক্রবার তারা ৪-১ গোলে হারিয়েছে নিসকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে বাকি দুটি গোল করেছেন যথাক্রমে কিলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দি। এই জয়ে নান্টেসের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে লীগ টেবিলের শীর্ষেই থাকলো প্যারিসের জায়ান্টরা। আন্তর্জাতিক বিরতিতে ইনজুরিতে পড়ায় এদিন পিএসজির হয়ে মাঠে ছিলেন না নেইমার ও ইদ্রিসা গুয়ে। তবে নিস সফরে বদলি বেঞ্চ থেকে উঠে এসে এমবাপে নিজেকে প্রমাণ করেছেন। এই ম্যাচে ফিট হয়ে ফিরে এসেছেন পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। নিসের আলিয়াঁজ রিভেইরা স্টেডিয়ামে প্রথম কয়েক মিনিটেই প্রিসনেল কিমপেমবে ও আব্দু ডিয়ালোর দুটি শট দারুণ দক্ষতায় রুখে দেন স্বাগতিক গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। ১৫ মিনিটে আর্জেন্টাইন সতীর্থ ইকার্দির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। ২১ মিনিটে ডি মারিয়া ব্যবধান দ্বিগুণ করলে পিএসজি বড় জয়ের সুবাতাস পায়। দ্বিতীয়ার্ধে অধিনায়ক থিয়াগো সিলভার পরিবর্তে পিএসজির জার্সি গায়ে মাঠে নামেন মারকুইনহোস। মাঠে নেমেই কর্নার থেকে তার হেড ক্রসবারে লেগে ফেরত আসে। কিন্তু এই ব্রাজিলিয়ানের ভুলে ৬৭ মিনিটে নিসের হয়ে ইগনাটিয়াস গানাগো এক গোল পরিশোধ করতে সমর্থ হয়। তবে ৭৪ ও ৭৭ মিনিটে ওয়াইলান সিপ্রিয়েন ও ক্রিস্টোফার হেরেলার দুই লাল কার্ডে প্যাট্রিক ভিয়েরার দলের সব আশা শেষ হয়ে যায়। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে সিপ্রিয়েন ও লিওনার্দো পারেডেসকে থাপ্পড় মারার অপরাধে লালকার্ড দেখে মাঠ ত্যাগ করেছেন হেরেলে। এই ঘটনাটি অবশ্য ভিএআর-এর সহযোগিতায় নিশ্চিত হয়েই রেফারি এই সিদ্ধান্ত নেন।
×