ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার আয়েশি জয় লা লিগায়

প্রকাশিত: ১২:১৪, ২০ অক্টোবর ২০১৯

বার্সিলোনার আয়েশি জয় লা লিগায়

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় শনিবার ৩-০ গোলে এইবারকে হারিয়েছে বার্সিলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সিলোনার এটি টানা চতুর্থ ও আসরে মোট ষষ্ঠ জয়। গ্রিজমানের দারুণ গোলে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বার্সিলোনা। নিজেদের সীমানা থেকে স্বদেশী ডিফেন্ডার ক্লেমোঁ লংলের উঁচু করে বাড়ানো থ্রু বল প্রথম টোকায় ডি-বক্সে বাড়িয়ে, দ্বিতীয় টোকায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোল আদায় নেন ফরাসী ফরোয়ার্ড। গত জুলাইয়ে বার্সায় যোগ দেয়া গ্রিজমানের এটি নতুন ঠিকানায় চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে ডানদিক থেকে ডি ইয়ংয়ের পাস বক্সে ফাঁকায় পেয়ে সুয়ারেজের নেয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। এর দুই মিনিট পর গোছানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে বার্সিলোনা। বক্সে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে বাঁ দিকে ক্রস বাড়ান গ্রিজমান। ঠা-া মাথায় কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন অরক্ষিত মেসি। গতবারের পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ীর চলতি মৌসুমে এটি দ্বিতীয় গোল। এইবারের বিরুদ্ধে লীগে ১০ ম্যাচে তার গোল ১৬টি। আট মিনিট পর আবারও বার্সিলোনার আক্রমণত্রয়ীর ঝলক এবং স্কোরলাইন ৩-০। মাঝমাঠের আগে থেকে গ্রিজমানের পাসের বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন মেসি। তবে আরও নিশ্চিত হতে শট না নিয়ে বাঁ দিকে সুয়ারেজকে পাস দেন তিনি। প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। আসরে এটা তার পঞ্চম গোল। ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। তবে মেসির পাস ডি-বক্সে পেয়ে সুয়ারেজের নেয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৯ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে শীর্ষে ওঠা বার্সিলোনার পয়েন্ট ১৯।
×