ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে ৩১৫ জেলে পরিবারে চাল বিতরণ

প্রকাশিত: ০১:২৪, ২০ অক্টোবর ২০১৯

বাঁশখালীতে ৩১৫ জেলে পরিবারে চাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ মা’ ইলিশ সংরক্ষণ অভিযানের ফলে ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত সাগরে সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্য অধিদপ্তর কর্তৃক। ২২ দিন যাবৎ মৎস্য আহরণ হতে বিরত থাকার ফলে জেলে পরিবারের অভাব খানিকটা লাঘবের জন্য সরকার হাতে নিয়েছে চাল বিতরণ প্রকল্প। সেই প্রকল্পের আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার ১শ পরিবারের জন্য ১০২ মে. টন চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৌরসভায় আজ রবিবার সকাল ১১ টায় ৩১৫ জেলে পরিবারে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নেও জেলে পরিবারে চাল বিতরণ করা হবে বলে জানা যায়। পৌরসভায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা, কাউন্সিলর দিলীপ চক্রবর্ত্তী ও পৌরসভার সচিব নুরুল আবছার। জেলে পরিবারের চাল বিতরণ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার ১শ পরিবারের জন্য ১০২ মে. টন চাউল মৎস্য অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে। তাছাড়া চাউল বিতরণ মনিটরিং এর জন্য প্রত্যেকটা ইউনিয়নে ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
×