ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোহনবাগানের হার

প্রকাশিত: ১১:৪৬, ২১ অক্টোবর ২০১৯

 মোহনবাগানের হার

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ হাবভাবে মনে হয়েছিল সবার চেয়ে শক্তিশালী দল কলকাতার মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব। কিন্তু তাদের প্রথম ম্যাচের পরই বোঝা গেছে আসল চিত্র। অনেকটা বুড়ো দল নিয়ে খেলতে আসা মোহনবাগান আসরের সবচেয়ে তারুণনির্ভর দল লাওসের ইয়ং এলিফ্যান্টের কাছে নাকাল হয়েছে। রবিবার রাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েছে লাওসের ক্লাব ইয়ং এলিফ্যান্ট। দলটির জয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড সমজেই কিওহানাম। মোহনবাগানের একমাত্র গোলদাতা জুলেন কলিনাস। ম্যাচের শুরুর দিকে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে মোহনবাগান। গোল আদায় করে এগিয়েও যায় তারা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে গোল পরিশোধ করে বাকি সময়ে ইয়াংয়ের তরুণদের কাছে পাত্তাই পায়নি মোহনবাগান। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের শেষদিকে গোল আদায় করে অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের তৃতীয় মিনিটে কর্নার পায় মোহনবাগান। তবে সেটি সহজেই বিপদমুক্ত করে ইয়ং এলিফ্যান্ট রক্ষণভাগ। সাত মিনিটে একটি ক্রস আর আট মিনিটের ফ্রি কিকটিও একই পরিণতি পায়। তবে ১৮ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় মোহনবাগান। জোসেবা বেইটিয়ার নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন জুলেন কলিনাস। গোল হজম করে প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়াতে থাকে ইয়ং। ১৯ আর ২৬ মিনিটে দুটো সুযোগ নষ্টও হয় দলটির। ৪৩ মিনিটে চান্তাচোনে থিনোলাথের বাড়ানো বলে সমজেই কিওহানাম দারুণ এক লবে গোল করলে সমতায় ফেরে লাওটিয়ান দলটি। উজ্জীবিত ইয়ং প্রথমার্ধের যোগ করা সময়েও আক্রমণে উঠেছিল একবার। তবে বোনপাচান বোনকংয়ের শটটি লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। ম্যাচের ৭৭ মিনিটে আরও একবার গোলের সুযোগ পেয়েছিল ইয়ং। জোড়া গোলদাতা সমজেইর শট প্রতিহত হয় গোলপোস্টে। ৮৭ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। ডি বক্সে মারাত্মক ফাউল করেন ইয়ংয়ের অধিনায়ক ভান্না। ফলে লালকার্ড দেখতে হয় তাকে। পরের মিনিটে জোসেবা বেইটিয়ার পেনাল্টি শট ডানদিকে ঝাঁপিয়ে ইয়ংকে রক্ষা করেন গোলরক্ষক জেসাবাথ। এরপর বলটি হাতে নিয়ে তিনি মধ্যমাঠে পাঠয়ে দেন থিনোলাথকে। এই মিডফিল্ডার ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যেয়ে গোলমুখে লো ক্রস করেন। আর সেটা থেকে প্লেসিং শটে ইয়ং এলিফ্যান্টের হয়ে জয়সূচক গোলটি করেন দলের প্রথম গোলদাতা ফরোয়ার্ড সমজেই কিওহানাম।
×