ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত সফরের প্রস্তুতি সারলেন মুশফিক-রিয়াদরা

প্রকাশিত: ১১:৪৭, ২১ অক্টোবর ২০১৯

 ভারত সফরের প্রস্তুতি সারলেন মুশফিক-রিয়াদরা

মেঃ মামুন রশীদ ॥ আগামী মাসের শুরুতেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের শুরুতে ৩ ম্যাচের টি২০ সিরিজ যার প্রথম ম্যাচ ৩ নবেম্বর। এরপর ১৪ নবেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা ভারত সফরের জন্য ১৫ সদস্যের টি২০ দল ঘোষণা করেছে। বিসিবি সূত্রে জানা গেছে ২৩ অক্টোবর থেকেই এই ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে। ২৫ অক্টোবর প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ছুটি কাটিয়ে ফেরার পর ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন হওয়ার কথা। ভারত সফরের আগে চলমান জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ম্যাচ প্রস্তুতি সেরে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা দুই রাউন্ডে। টি২০ দলে যারা নেই তাদের কয়েকজন এনসিএলে খেলা চালিয়ে যাবেন। তবে টি২০ দলে থাকা ক্রিকেটারদের ম্যাচের প্রস্তুতি শেষ হয়েছে। এই প্রস্তুতিতে ফেরার অপেক্ষায় থাকা টপঅর্ডার ইমরুল কায়েস ব্যাট হাতে সবচেয়ে দুর্দান্ত ছিলেন। বাকিদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটে-বলেই দারুণ কাটিয়েছেন। আর বল হাতে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আলো ছড়িয়েছেন। ভারত সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হয়েছে তা দেখা যাক এবার। দীর্ঘদিন পর টি২০ দলে ডাক পেয়ে আবার জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও ডানহাতি পেসার আল-আমিন হোসেন। এ দুই ক্রিকেটার এনসিএলের প্রথম রাউন্ডেই দারুণ বোলিং করে নির্বাচকদের সুনজরে এসেছেন। আরাফাত ঢাকা মেট্রোর হয়ে প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৬ ও ১ উইকেট শিকার করেন। তবে দ্বিতীয় রাউন্ডে তেমন সুবিধা করতে পারেননি, মাত্র ১টি উইকেট নিতে পেরেছেন। আল-আমিন খুলনার হয়ে প্রথম রাউন্ডে ৩ উইকেট নিলেও দ্বিতীয় রাউন্ডের দুই ইনিংসে ৪ ও ১টি করে উইকেট নিয়েছেন। ভারত সফরের টি২০ দলে এ কারণেই দু’জন ডাক পেয়েছেন আবার। গত মাসে হওয়া ত্রিদেশীয় টি২০ সিরিজে হুট করেই অভিষেক হওয়া তরুণ লেগস্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব ইনজুরিতে পড়েছিলেন। প্রথম রাউন্ডে সেজন্য খেলা হয়নি। তবে দ্বিতীয় রাউন্ডে ফেরার পর সুবিধা করতে পারেননি ঢাকা মেট্রোর এ তরুণ। দুই ইনিংসে মাত্র ১ উইকেট শিকার করতে গিয়ে বেদম পিটুনি খেয়েছেন দুই ইনিংসেই। তার ভারত সফরের প্রস্তুতিটা তাই সুখকর হয়নি। তবে বল হাতে চমক দিয়েছেন রিয়াদ। দীর্ঘদিন কাঁধের সমস্যায় বোলিং থেকে দূরে থাকা এ অলরাউন্ডার এবার এনসিএলের দুই রাউন্ডেই বোলিং করেছেন। মাঝে শ্রীলঙ্কা সফর এবং দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজে কিছু ওভার করে বোলিং করার সুযোগ পেয়েছিলেন। তবে এনসিএলের প্রথম রাউন্ডে দুই ইনিংসে ৩টি করে ৬ উইকেট নিয়েছেন মোট ৩৯ ওভার বোলিং করে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য মাত্র ৭ ওভার বোলিং করে উইকেটশূন্য থেকেছেন তিনি। রিয়াদ ব্যাট হাতেও সম্প্রতি ধারাবাহিকতার সমস্যায় ভুগেছেন। ত্রিদেশীয় সিরিজে একটি ৬২ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বল হাতে নিজের সামর্থ্য ও সমস্যা থেকে উত্তরণের প্রমাণ দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বলতা দেখিয়েছেন তিনি। ৩ ইনিংস ব্যাট করে ২টি ৬৩ রানের ইনিংস এবং একটিতে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ২৩৭ রান নিয়ে চলতি এনসিএলে তিনি দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। তবে জাতীয় দলের বাইরে থাকা ইমরুল সবাইকে টেক্কা দিয়েছেন। প্রথম রাউন্ডেই অপরাজিত ২০২ রানের একটি ইনিংস খেলা ইমরুল আবার দ্বিতীয় রাউন্ডেও ৯৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। ভারত সফরের টি২০ দলে না থাকলেও টেস্ট দলে ফেরার সব কার্যকারিতা দেখিয়েছেন তিনি। ৩ ইনিংসে সর্বাধিক ৩১৭ রান করে আবার নির্বাচকদের নজর কেড়েছেন ইমরুল। তবে টেস্ট দলের সদস্য হওয়া সাদমান ইসলাম অনিক প্রথম রাউন্ডে এক ইনিংস ব্যাট করে ৬ রানেই বিদায় নিয়েছেন। দ্বিতীয় রাউন্ড খেলেননি তিনি। টেস্টে জায়গা ধরে রাখার জন্য তাকে আরও পরীক্ষা দিতে হবে চলতি এনসিএলের পরবর্তী ম্যাচগুলোয়। যদিও ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ৫৩ ও ৭৭ রানের দুটি ভাল ইনিংস খেলেছেন তিনি সম্প্রতি। টেস্টের আরেক নিয়মিত সদস্য মুুমিনুল হক দুর্দান্ত শ্রীলঙ্কা সফর কাটানোর পর ফিরে এসে এনসিএলের দুই রাউন্ডের চারটি ইনিংসে ১১, ০, ১৫ ও ৩০ রান করতে পেরেছেন। তরুণ বাঁহাতি ওপেনার নাইম শেখ টি২০ দলে আছেন, তিনি দ্বিতীয় রাউন্ডে নেমে ২৩ ও ১০ রান করেছেন দুই ইনিংসে।
×