ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ে ফিরল গার্ডিওলার ম্যানসিটি

প্রকাশিত: ১১:৪৯, ২১ অক্টোবর ২০১৯

 জয়ে ফিরল গার্ডিওলার ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার তারা ২-০ গোলে পরাজিত করেছে ক্রিস্টাল প্যালেসকে। এর ফলে প্রিমিয়ার লীগের শিরোপা জয়ে নিজেদের অযোগ্যতার হুমকি থেকে বেরিয়ে এসেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। লীগে জয়ের দেখা পেয়েছে চেলসিও। ব্লুজরা এদিন ১-০ গোলে পরাজিত করেছে নিউক্যাসল ইউনাইটেডকে। তবে তলানির ক্লাব ওয়াটফোর্ডের কাছে পরাজয়ের হাত থেকে বহু কষ্টে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে ২০১৯-২০ মৌসুমের সূচনাটা খুব ভাল হয়নি তাদের। তবে ক্রিস্টাল প্যালেসের মাঠে দেখা যায় দুর্দান্ত সিটিকে। দুটি গোলই এদিন আসে প্রথমার্ধে। গোল দুটি করেন গাব্রিয়েল জেসুস ও ডেভিড সিলভা। এ সময় গোটা দলটিই প্রেরণাাদায়ী পারফর্মেন্স দেখিয়েছে। যদিও বেশ ক’টি সুযোগ কাজে লাগাতে পারেনি। কারণ প্যালেসের গোলরক্ষক ওয়েইন হেনেসিও ছিলেন এ সময় অপ্রতিরোধ্য। ম্যাচে গার্ডিওলার রক্ষণভাগও দারুণ সংহত ছিল। আক্রমণভাগ ছিল একেবারেই খুনে মেজাজে। প্রতিপক্ষের গোলবারে ২১টি শট নিয়েছে তারা। এর আগে ওয়াটফোর্ডের মাঠে শিষ্যদের ধুঁকতেই দেখলেন টটেনহ্যামের কোচ মাউরিসিও পোচেত্তিনো। যদিও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয়েছে তার দল। আগের ম্যাচে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হার মানা ক্লাবটি তারও আগের ম্যাচে ৭-২’র বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল বেয়ার্ন মিউনিখের কাছে। গত জুনে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলা স্পার্সরা এই মৌসুমে তাদের ১২ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র তিনটিতে।
×