ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর গোলে জুভেন্টাসের জয়

প্রকাশিত: ১১:৪৯, ২১ অক্টোবর ২০১৯

 রোনাল্ডোর গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে রাজত্ব চলছে জুভেন্টাসের। এবারও লক্ষ্য শিরোপা ধরে রাখা। সেই পথে দারুণভাবে এগিয়ে চলছে মাউরিসিও সারির দল। শনিবার নিজেদের মাঠে বোলোগনার বিপক্ষেও জয় পেয়েছে জুভেন্টাস। রোনাল্ডো-পিয়ানিচরা এদিন ২-১ গোলে হারিয়েছে বোলোগনাকে। সম্প্রতি ক্যারিয়ারের ৭০০তম গোল করার মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শনিবার তাই বোলোগনার বিপক্ষে ম্যাচের শুরুতে জুভেন্টাসের পক্ষ থেকে বিশেষ জার্সি উপহার দেয়া হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। ইতালিয়ান সিরি’এ লীগের এই ম্যাচে নিজেদের মাঠ এ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে বোলোগনাকে স্বাগত জানায় জুভেন্টাস। সফরকারীদের বিপক্ষে ম্যাচে প্রথম এগিয়ে যায় স্বাগতিকরাই। ১৯ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যা সব ধরনের ফুটবল প্রতিযোগিতায় ৭০১তম গোল তার। ইতালিয়ান সিরি’এ লীগে এটা রোনাল্ডোর ভিন্ন ভিন্ন ১৭তম প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড। তবে এই গোলের উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক সমর্থকরা। কেননা তার ৭ মিনিট পরই সমতায় ফিরে বোলোগনা। প্রতিপক্ষের গোলদাতার নাম দানিলো লারানগেইরা। এর ফলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। তবে বিরতি থেকে ফেরার পর আবারও লিড পায় জুভরা। বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তবে বোলোগনাও জুভেন্টাসের জালে বল জড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়ান জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। মূলত তার দুর্দান্ত সেভের সৌজন্যেই পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বোলোগনা। এই জয়ের পর ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পোক্ত করল তুরিনের দলটি। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্টে বলোগনা রয়েছে দ্বাদশ স্থানে। অন্যদিকে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের অবস্থান দ্বিতীয়। লীগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান যথাক্রমে আটালান্টা ও নেপোলির। তাদের পয়েন্ট যথাক্রমে ১৭ এবং ১৬। বর্তমান বিশ্বফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যে বয়সে খেলোয়াড়রা বুট রেখে মাইক্রোফোন তুলে নেন বা খেলোয়াড় গড়েন, সে বয়সে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সমানতালে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন। আর এর প্রভাব দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিসিয়াল এ্যাকাউন্টে। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। অন্য তারকাদের মতো তাই নিজের অনুসরণকারীদের মাধ্যমেও এখান থেকে আয় হয় রোনাল্ডোর। এখন দেখা যাচ্ছে তার এই আয়ের পরিমাণ ফুটবল থেকে উপার্জনকৃত অর্থের চেয়েও বেশি। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে বছরে ৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ২৯০ কোটি টাকা আয় করে থাকেন তিনি। নতুন এক গবেষণায় জানা গেছে, ইনস্টাগ্রাম থেকে তিনি এরচেয়েও বেশি আয় করে থাকে।
×