ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ডে থামল লিভারপুলের জয়রথ

প্রকাশিত: ০০:১৮, ২১ অক্টোবর ২০১৯

ওল্ড ট্র্যাফোর্ডে থামল লিভারপুলের জয়রথ

অনলাইন ডেস্ক ॥ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হারের শঙ্কায় পড়েছিল লিভারপুল। তবে অ্যাডাম লালানার শেষ মুহূর্তের গোলে মূল্যবান এক পয়েন্ট পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ে থামল লিভারপুলের জয়রথ। দুই মৌসুম মিলিয়ে লিগে টানা ১৭ জয়ের পর পয়েন্ট হারাল ‘অল রেড’রা। সবশেষ তারা পয়েন্ট হারিয়েছিল গত মার্চে, এভারটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে। ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির গড়া টানা ১৮ জয়ের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য নিয়ে ইউনাইটেডের মাঠে খেলতে নেমেছিল লিভারপুল। তবে ৩৬ মিনিটে পিছিয়ে পড়ে তারা। গোল করে স্বাগতিকদের লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। ৪৪ মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিলেন লিভারপুলের সাদিও মানে। কিন্তু ভিএআর-এর সাহায্য নিয়ে হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত পরাজয় চোখ রাঙাচ্ছিল লিভারপুলকে। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতে বদলি হিসেবে নামা লালানার গোলে পরাজয় এড়ায় অতিথিরা। নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে।
×